লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স নিয়ে স্নাতকের পর উচ্চশিক্ষার ইচ্ছে থাকলে এখনও সুযোগ রয়েছে কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ে। ২০২৫-২৬ শিক্ষাবর্ষের জন্য স্নাতকোত্তরের ভর্তি প্রক্রিয়া চলছে। এ জন্য সম্পূর্ণ আবেদন প্রক্রিয়াই অনলাইনে সম্পন্ন হবে।
বিশ্ববিদ্যালয়ে লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্সেস-এর স্নাতকোত্তর (এমএলআইএস)-এর কোর্সটি এক বছরের। সংশ্লিষ্ট কোর্সের ৮০ শতাংশ আসনে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পড়ুয়াদের এবং বাকি ২০ শতাংশ আসনে অন্য বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের ভর্তি নেওয়া হবে। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পড়ুয়াদের জন্য আসনসংখ্যার পরিমাণ ১৪। বাকি বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের জন্য রয়েছে ১০টি আসন। অর্থাৎ মোট আসনসংখ্যা ২৪।
আরও পড়ুন:
যাঁরা যে কোনও বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তরের সঙ্গে ব্যাচেলর অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্সের কোর্স করেছেন, তাঁরা এমএলআইএস কোর্সে আবেদন করতে পারবেন। আবার যাঁরা শুধুমাত্র ব্যাচেলর অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্সের কোর্সটি করেছেন, তাঁরাও এই কোর্সে আবেদন জানানোর সুযোগ পাবেন।
আগ্রহীরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন করতে পারবেন। আগামী ২১ সেপ্টেম্বর আবেদনের শেষ দিন। এর পর মেধার ভিত্তিতে স্নাতকোত্তরে পড়ুয়াদের ভর্তি নেওয়া হবে। ২২ সেপ্টেম্বর প্রকাশিত হবে মেধাতালিকা। এ বিষয়ে বাকি তথ্য মূল বিজ্ঞপ্তি থেকে জানা যাবে।