চারটি প্রকল্পের জন্য গবেষণাধর্মী কাজ হচ্ছে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট (আইএসআই), কলকাতায়। সেই প্রকল্পগুলির জন্যই খোঁজা হচ্ছে গবেষক। সম্প্রতি এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে প্রতিষ্ঠানের তরফে। জানানো হয়েছে, নিয়োগের ক্ষেত্রে প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে। এ জন্য অনলাইনে আবেদনপত্র পাঠাতে হবে না। ইন্টারভিউয়ের সময়ই তা জমা দিতে হবে।
জানা গিয়েছে, প্রতিষ্ঠানের অ্যাডভান্সড কম্পিউটিং অ্যান্ড মাইক্রোইলেকট্রনিক্স ইউনিটে গবেষণার কাজ হবে। প্রকল্পে প্রজেক্ট লিঙ্কড পার্সন পদে নিয়োগ হবে। শূন্যপদ চারটি। কাজের মেয়াদ থাকবে ২০২৬ সালের ৩১ মার্চ পর্যন্ত। এর পর নিযুক্তের কাজের দক্ষতা এবং প্রতিষ্ঠানের তহবিলের উপর নির্ভর করে এই মেয়াদ বাড়ানো হতে পারে।
আবেদনকারীদের বয়স ৩৫ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে। শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে নিযুক্তদের সাম্মানিক হবে মাসে ৩১,০০০ থেকে ৩৫,০০০ টাকা।
আরও পড়ুন:
প্রকল্পগুলিতে আবেদন জানাতে পারবেন বিজ্ঞান বা ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক, স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্ন ব্যক্তি অথবা পিএইচডি ডিগ্রিধারীরা।
আগামী ২৬ সেপ্টেম্বর প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট ইউনিটে সকাল সাড়ে ১০টা থেকে ইন্টারভিউয়ের আয়োজন করা হবে। ওই দিন প্রার্থীদের জীবনপঞ্জি-সহ অন্য নথি নিয়ে সেখানে উপস্থিত হতে হবে। নিয়োগের শর্তাবলি বিস্তারিত জানতে প্রতিষ্ঠানের ওয়েবসাইটটি দেখে নিতে হবে।