স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) পরীক্ষায় সংরক্ষিত আসনে জাতিগত শংসাপত্র আপডেট করার সময়সীমা ছিল ২৬ সেপ্টেম্বর শুক্রবার মধ্যরাত পর্যন্ত। ওই সময়ের মধ্যে যাঁরা তাঁদের নথি আপডেট করেননি তাঁদের সাধারণ পরীক্ষার্থী হিসেবে গণ্য করা হবে। এক বিজ্ঞপ্তি দিয়ে এ কথা আগেই জানিয়েছিল এসএসসি।
৭ ও ১৪ তারিখ এসএসসি-র নবম-দশম ও একাদশ-দ্বাদশ শ্রেণির এসএলএসটি, ২০২৫ পরীক্ষা হয়েছে। ইতিমধ্যে মডেল উত্তরপত্র চ্যালেঞ্জ করার সময়সীমাও শেষ। কিন্তু তার পরেও দেখা যাচ্ছে, সংরক্ষিত প্রার্থীদের একাংশ জাতিগত শংসাপত্র আপডেট করেনি। ২২ সেপ্টেম্বর থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত প্রার্থীদের জাতিগত শ্রেণিবিভাগ আপডেট করার সুযোগ দেওয়া হয়েছিল।
আরও পড়ুন:
এক আধিকারিক জানিয়েছেন, ‘‘পরীক্ষার আগেও আমরা আদালতের নির্দেশ মেনে বহু বার আবেদনকারীদের সুযোগ করে দিয়েছি। শ্রেণিবিভাগ আপডেট করার এটি শেষ সুযোগ ছিল। কেউ যদি না করেন, তবে তাঁকে জেনারেল বা সাধারণ পরীক্ষার্থী হিসাবে গণ্য করা হবে।’’