এসএসসি সিজিএল সংগৃহীত ছবি
স্টাফ সিলেকশন কমিশন (এসএসসি) কম্বাইন্ড গ্রাজুয়েট লেভেল (সিজিএল)-এর প্রথম স্তরের পরীক্ষার দিন ঘোষণা করেছে। যে পরীক্ষার্থীরা এই পরীক্ষার জন্য রেজিস্টার করেছিলেন, তাঁরা এসএসসি-র সরকারি ওয়েবসাইট ssc.nic.in.-এ গিয়ে পরীক্ষার রুটিনটি দেখে নিতে পারবেন।
এসএসসি সিজিএল-এর প্রথম স্তরের পরীক্ষাটি ১-১৩ ডিসেম্বরের মধ্যে আয়োজন করা হবে। যদিও এই সময়সূচি প্রয়োজন পড়লে পরিবর্তিতও হতে পারে।
পরীক্ষার গুরুত্বপূর্ণ দিনগুলি হল:
পরীক্ষার ধরন:
১. এসএসসি সিজিএল-এর এই পরীক্ষাটি অনলাইনে কম্পিউটারের মাধ্যমে নেওয়া হবে।
২. পরীক্ষায় অবজেক্টিভধর্মী বহুবিকল্পভিত্তিক প্রশ্ন থাকবে। যে বিষয়গুলি থেকে প্রশ্ন করা হবে, সেগুলি হল-সাধারণ বুদ্ধিমত্তা, রিজনিং ও কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউট।
৩. এসএসসি সিজিএল-এর প্রশ্নগুলি ইংরেজি ও হিন্দি দু'টি ভাষাতেই করা হবে।
৪. এই পরীক্ষায় প্রতিটি ভুল উত্তরে ০.৫ নম্বর কেটে নেওয়া হবে।
৫. পরীক্ষায় বরাদ্দ সময় ধার্য হয়েছে ১ ঘন্টা।৬. পরীক্ষায় ১০০ টি প্রশ্নে মোট ২০০ নম্বর বরাদ্দ করা হবে।
এই পরীক্ষার অ্যাডমিট কার্ডটিও শীঘ্রই প্রকাশ করা হবে বলেও জানিয়েছে এসএসসি।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy