চলতি মাসের শুরুতেই প্রকাশিত হয়েছে এ বছরের মাধ্যমিকের ফলাফল। পাশাপাশি রাজ্যের বিভিন্ন কলেজে কারিগরি শিক্ষার কোর্সের ভর্তি প্রক্রিয়াও শুরু হয়েছে। মালদহের গনি খান চৌধুরি ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (জিকেসিআইইটি)-তেও শুরু হয়ে হিয়েছে ভর্তি প্রক্রিয়া। এর জন্য ইতিমধ্যে অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে।
মালদহে কেন্দ্রের অর্থপুষ্ট এই টেকনিক্যাল প্রতিষ্ঠান থেকে একাধিক বিষয়ে ডিপ্লোমা করা যাবে। বিষয়গুলি হল— সিভিল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ফুড প্রসেসিং টেকনোলজি এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। সমস্ত কোর্সই কেন্দ্রীয় সংস্থা অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন (এআইসিটিই) দ্বারা স্বীকৃত। কোর্সের মেয়াদ তিন বছর। বিভিন্ন বিষয়ের ডিপ্লোমা কোর্সে আসনসংখ্যা ৩০ বা ৬০।
আরও পড়ুন:
ডিপ্লোমা কোর্সে আবেদনকারীদের দশম শ্রেণির পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এ ছাড়াও যোগ্যতার অন্য মাপকাঠি রয়েছে।
আগ্রহীদের ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। অনলাইনে আবেদনের শেষ দিন আগামী ১০ জুন। এই বিষয়ে বাকি তথ্য মূল বিজ্ঞপ্তি থেকে জানা যাবে।