Advertisement
২৬ এপ্রিল ২০২৪
IBPS RRB

আরআরবি ক্লার্ক পদে মূল পরীক্ষার ফল প্রকাশ করল আইবিপিএস

পরীক্ষার্থীরা আইবিপিএস-এর ওয়েবসাইটে গিয়ে মূল পরীক্ষার চূড়ান্ত ফলাফলটি দেখতে পারবেন।

আইবিপিএস আরআরবি ক্লার্ক।

আইবিপিএস আরআরবি ক্লার্ক। প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০২ জানুয়ারি ২০২৩ ১৮:৪৭
Share: Save:

গত সেপ্টেম্বরেই ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং পার্সোনেল সিলেকশন (আইবিপিএস)-এর আরআরবি ক্লার্ক পদের মূল পরীক্ষাটি হয়েছিল। রবিবার সেই পরীক্ষার ফল প্রকাশ করল আইবিপিএস। পরীক্ষার্থীরা আইবিপিএস-এর ওয়েবসাইটে গিয়ে মূল পরীক্ষার চূড়ান্ত ফলাফলটি দেখতে পারবেন।

গত ২৪ সেপ্টেম্বরেই এই পদে নিয়োগের মূল পরীক্ষাটির আয়োজন করা হয়। মোট ৪৬৮৫টি পদে এই পরীক্ষার মাধ্যমে প্রার্থী নিয়োগ করবে আইবিপিএস। পরীক্ষার রেজাল্টের পাশাপাশি স্কোরকার্ড ও কাট অফ নম্বরের তালিকাও আইবিপিএস-এর ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

পরীক্ষার্থীরা কী ভাবে এই রেজাল্টটি দেখবেন?

  • পরীক্ষার্থীদের প্রথমে আইবিপিএস-এর ওয়েবসাইট https://www.ibps.in/-এ যেতে হবে।
  • এর পর হোমপেজে 'সিআরপি আরআরবি' লেখাটিতে ক্লিক করে আবার 'আইবিপিএস আরআরবি ক্লার্ক (মাল্টিপারপাস)'-লিঙ্কটিতে ক্লিক করতে হবে।
  • এখানে লগ ইন ডিটেলস দিলেই রেজাল্টটি স্ক্রিনে দেখতে পাবেন পরীক্ষার্থীরা।
  • পরীক্ষার্থীরা রেজাল্টটি ডাউনলোড করে প্রিন্ট আউট নিয়ে রাখতে পারেন ভবিষ্যতের সুবিধার্থে।
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE