পারিবারিক বা অর্থনৈতিক কারণে অনেক পড়ুয়াকেই স্কুলের গণ্ডি পেরিয়ে ঢুকে পড়তে হয় কর্মজগতে, রোজগারের তাগিদে। স্নাতক স্তরে পড়ার ইচ্ছে অবশ্য থেকেই যায় মনের মধ্যে। অনেকেই সময় বের করে মুক্ত এবং দূরশিক্ষা (ওডিএল) মাধ্যমে পড়াশোনা শেষ করেন। নয়া দিল্লির ইন্দিরা গান্ধী জাতীয় মুক্ত বিশ্ববিদ্যালয় (ইগনু) থেকে স্নাতক স্তরের ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে গত ডিসেম্বরেই। ইগনু সম্প্রতি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়েছে, আবেদনপত্র জমা দেওয়ার মেয়াদ বৃদ্ধি হয়েছে।
নয়া দিল্লির ইন্দিরা গান্ধী জাতীয় মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে একাধিক বিষয়ে উচ্চশিক্ষার সুযোগ রয়েছে। পড়ুয়ারা মুক্ত এবং দূরশিক্ষা (ওডিএল) মাধ্যমে সমস্ত বিষয় নিয়ে কোর্স করতে পারবেন। ২০০-র বেশি বিষয়ে উচ্চশিক্ষার সুযোগ রয়েছে। ইতিহাস, অর্থনীতি, হিন্দি, রাষ্ট্রবিজ্ঞান, পাবলিক অ্যাডমিনিস্ট্রশনের পাশাপাশি আগ্রহীরা চাইলে তথ্য সুরক্ষা, ডেয়ারি ফার্মিং, পরিবেশ, সুস্থায়ী উন্নয়নের মতো যুগোপযোগী বিষয় নিয়ে পড়তে পারবেন। পাশাপাশি, বেশ কিছু বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তরের পাশাপাশি ডিপ্লোমা এবং সার্টিফিকেট কোর্সও করা যাবে। তবে যে কোনও কোর্সে ভর্তি হওয়ার জন্য দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ হতেই হবে।
কী ভাবে আবেদন জানাবেন?
প্রথমে ইগনু-র ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। পাশাপাশি আবেদনমূল্য জমা দেওয়ার দরকার। ৩১ জানুয়ারি আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন। এ সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে ইগনু-র ওয়েবসাইটটি দেখে নিতে হবে।