অ্যানিমিয়া রোগ নির্ণয়ে কৃত্রিম মেধানির্ভর প্রযুক্তির ব্যবহার নিয়ে গবেষণার কাজ হচ্ছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি) খড়্গপুরে। সেই প্রকল্পের জন্যই চলছে গবেষকের খোঁজ। বিজ্ঞপ্তির মাধ্যমে এমনটাই জানানো হয়েছে প্রতিষ্ঠানের তরফে। ইতিমধ্যেই অনলাইনে আবেদন গ্রহণ করা শুরু হয়ে গিয়েছে।
প্রতিষ্ঠানে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে প্রকল্পের কাজ হবে। অর্থসাহায্য করবে কেন্দ্রের ইলেকট্রনিক্স এবং তথ্যপ্রযুক্তি বিভাগ।
প্রকল্পের জন্য প্রজেক্ট সায়েন্টিস্ট-৩ এবং প্রজেক্ট অ্যাসোসিয়েট পদে কর্মী নিয়োগ করা হবে। শূন্যপদ দু’টি। উভয় পদেই নিযুক্তদের কাজের মেয়াদ থাকবে এক বছর। শর্তসাপেক্ষে বাড়তে পারে মেয়াদ।
আরও পড়ুন:
প্রজেক্ট সায়েন্টিস্ট-৩ পদে নিযুক্তকে মাসে ১,০৭,০০০ টাকা এবং প্রজেক্ট অ্যাসোসিয়েটকে মাসে ৬৭,০০০ টাকা সাম্মানিক দেওয়া হবে। তবে সাম্মানিকের পরিমাণ তাঁদের শিক্ষাগত যোগ্যতা এবং কাজের অভিজ্ঞতার ভিত্তিতেই স্থির করা হবে।
প্রজেক্ট সায়েন্টিস্ট-৩ পদে আবেদন করতে পারবেন অনূর্ধ্ব ৪৫ বছর বয়সিরা। অন্য দিকে, প্রজেক্ট অ্যাসোসিয়েট পদে আবেদন জানাতে হলে বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে।
প্রজেক্ট অ্যাসোসিয়েট পদে আবেদন জানাতে প্রার্থীদের ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজিতে চার বছরের স্নাতকের পর আট বছরের পেশাগত অভিজ্ঞতা থাকতে হবে। যাঁদের ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজিতে মাস্টার্স ডিগ্রি এবং ছ’বছরের পেশাগত রয়েছে, তাঁরাও আবেদন করতে পারবেন। প্রজেক্ট সায়েন্টিস্ট পদে আবেদনের পৃথক মাপকাঠি রয়েছে।
প্রার্থীদের প্রতিষ্ঠানের ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন করতে হবে। কোনও আবেদনমূল্য জমা দিতে হবে না। আগামী ৯ ডিসেম্বর আবেদনের শেষ দিন। নিয়োগের বাকি শর্ত বিশদ জানতে প্রার্থীদের মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।