চলতি বছর ন্যাশনাল ইনস্টিটিউশনাল র্যাঙ্কিং ফ্রেমওয়ার্ক (এনআইআরএফ) অনুযায়ী, প্রথমে দশের তালিকায় স্থান পায়নি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি) মাণ্ডি। কিন্তু র্যাঙ্কিং তালিকার গবেষণা এবং উদ্ভাবন ক্ষেত্রে প্রতিষ্ঠানের স্থানাঙ্ক ছিল ১০। সেখানেই ২০২৬ সালের জন্য শুরু হয়েছে পিএইচডি-র আবেদন প্রক্রিয়া। বুধবার থেকেই এ জন্য অনলাইনে আবেদন গ্রহণ করা হচ্ছে।
প্রতিষ্ঠানের কোয়ান্টাম সায়েন্স অ্যান্ড টেকনোলজিস-এর তরফে ভর্তি প্রক্রিয়ার আয়োজন করা হচ্ছে। পড়ুয়ারা আগামী বছরের জানুয়ারি থেকে জুন পর্বের জন্য পিএইচডি প্রোগ্রামে আবেদন করতে পারবেন। গবেষণা করতে পারবেন কোয়ান্টাম কম্পিউটিং, কোয়ান্টাম ক্রিপ্টোগ্রাফি, কোয়ান্টাম ইনফরমেশন, কোয়ান্টাম অপটিক্স, কোয়ান্টাম ডিভাইসেস-এর মতো নানা বিষয়ে।
আরও পড়ুন:
আগ্রহীরা পদার্থবিদ্যা, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্সেস, ইলেকট্রনিক্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কোয়ান্টাম টেকনোলজির সঙ্গে সম্পর্কিত বিষয়ে এমটেক, এমএসসি, বিটেক-এ ন্যূনতম ৬০ শতাংশ নম্বর থাকতে হবে। উত্তীর্ণ হতে হবে নেট, গেট-এর মতো যোগ্যতা নির্ণায়ক পরীক্ষায়। এ ছাড়াও যোগ্যতার অন্য মাপকাঠি রয়েছে, যা মূল বিজ্ঞপ্তিতে বিশদ জানানো হয়েছে।
পড়ুয়ারা বিজ্ঞপ্তিতে উল্লিখিত লিঙ্কে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন করতে পারবেন। সংরক্ষিতদের ১০০ টাকা এবং অসংরক্ষিতদের ২০০ টাকা আবেদনমূল্য জমা দিতে হবে। আগামী ৮ ডিসেম্বর আবেদনের শেষ দিন। এর পর ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যদের বেছে নেওয়া হবে। ইন্টারভিউয়ের আয়োজন করা হবে ১৮ এবং ১৯ ডিসেম্বর।
আরও পড়ুন:
-
জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসকের খোঁজ, যোগ্যতার মূল্যায়ন কী ভাবে?
-
প্রায় আট বছর পর শুরু প্রাথমিকের শিক্ষক নিয়োগ! কত শূন্যপদ, কবে থেকে শুরু আবেদন গ্রহণ?
-
শিক্ষামন্ত্রীর শূন্যপদ বৃদ্ধির আশ্বাসের পরও নতুন প্রার্থীদের বিক্ষোভ, মিছিল ‘যোগ্য’দেরও
-
সাধারণ না কি ফলিত মনোবিদ্যা! কোন বিষয়ে স্নাতকোত্তর করলে পেশাগত সুযোগ মিলবে কেমন?