রাজ্যে গ্রামাঞ্চলে বসবাসকারী গর্ভবতী মহিলাদের মধ্যে ‘পোস্টপার্টাম ডিপ্রেশন’ নিয়ে গবেষণাধর্মী কাজ করবে কল্যাণীর অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস (এমস)। বুধবার এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে কেন্দ্রীয় এই প্রতিষ্ঠানের তরফে। জানানো হয়েছে, দু’টি পদমর্যাদায় কর্মী প্রয়োজন। এ জন্য প্রার্থীদের অনলাইনে আবেদন জানাতে হবে।
প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট প্রকল্পের জন্য অর্থ সাহায্য করবে কেন্দ্রীয় মন্ত্রকের অধীনস্থ ডিপার্টমেন্ট অফ হেল্থ রিসার্চ (ডিএইচআর)। গবেষণার কাজ হবে এমস কল্যাণীর কমিউনিটি মেডিসিন অ্যান্ড ফ্যামিলি মেডিসিন বিভাগে। প্রকল্পের জন্য ফিল্ড ওয়ার্কার এবং ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট পদে কর্মী নিয়োগ করা হবে। শূন্যপদ রয়েছে দু’টি। নিযুক্তদের কাজের মেয়াদ থাকবে তিন বছর। প্রকল্পের প্রয়োজনে এই মেয়াদ পরে বাড়ানো হতে পারে। ফিল্ড ওয়ার্কার পদে অনূর্ধ্ব ৩০ বছর বয়সিরা আবেদন করতে পারবেন। অন্য দিকে, ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট পদে আবেদনকারীদের বয়স ৩০ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে।
আরও পড়ুন:
-
পিছিয়ে ভারত! সুস্থায়িত্বের বিচারে বিশ্ব তালিকার প্রথম ২০০-য় নেই এ দেশের কোনও শিক্ষা প্রতিষ্ঠান
-
বাঁকুড়া বিশ্ববিদ্যালয় ও অধীনস্থ কলেজগুলিতে পড়ার সুযোগ, শূন্য আসনে শুরু ভর্তি প্রক্রিয়া
-
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ইন্টার্ন প্রয়োজন, যোগ্যতা যাচাইয়ের জন্য কবে ইন্টারভিউ?
-
শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্টে কর্মী প্রয়োজন, কোন পদের জন্য আবেদন গ্রহণ করা হবে?
ফিল্ড ওয়ার্কার পদে নিযুক্তকে মাসে ২৪,৪৬২ টাকা এবং ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট পদে নিযুক্তকে মাসে ২১,৫৫০ টাকা বেতন দেওয়া হবে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। উভয় পদেই দ্বাদশ উত্তীর্ণেরা আবেদন করতে পারবেন। পাশাপাশি থাকতে হবে পেশাগত অভিজ্ঞতাও। যা মূল বিজ্ঞপ্তিতে বিশদ জানানো হয়েছে। এর পর পদগুলিতে ইন্টারভিউয়ের মাধ্যমে কর্মী নিয়োগ করা হবে।
প্রার্থীদের বিজ্ঞপ্তিতে ই-মেল আইডি আবেদনপত্র-সহ সমস্ত নথি পাঠিয়ে আবেদন জানাতে হবে। আগামী ৪ ডিসেম্বর অনলাইনে আবেদনের শেষ দিন। এ বিষয়ে বাকি তথ্য মূল বিজ্ঞপ্তি থেকে জানা যাবে।
আরও পড়ুন:
-
প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে ক্যানসার নিয়ে গবেষণা, আইসিএমআর-এর অর্থপুষ্ট প্রকল্পে আবেদন কী ভাবে?
-
সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়ে অফিসারের খোঁজ, মাসিক বেতন লক্ষাধিক টাকা
-
জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসকের খোঁজ, যোগ্যতার মূল্যায়ন কী ভাবে?
-
প্রায় আট বছর পর শুরু প্রাথমিকের শিক্ষক নিয়োগ! কত শূন্যপদ, কবে থেকে শুরু আবেদন গ্রহণ?