ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে উচ্চস্তরে পড়তে চান? সুযোগ রয়েছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি) ইনদওরে। প্রতিষ্ঠানের ওয়েবসাইটে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
যে সমস্ত পড়ুয়া ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পিএইচডি করতে চান তাঁরা আইআইটি ইনদওরের তরফে দেওয়া আবেদনপত্র পূরণ করতে পারেন। আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ইলেক্ট্রিক্যাল, ইলেক্ট্রনিক্স, ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন, ফিজ়িক্স, ইনস্ট্রুমেনশন অ্যান্ড কন্ট্রোল ইঞ্জিনিয়ারিং এবং মেটিরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের মতো কোনও বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা থাকতে হবে। পাশাপাশি গ্র্যাজুয়েট অ্যাপ্টিটিউড টেস্ট (গেট) উত্তীর্ণ হতে হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখুন।
আরও পড়ুন:
আবেদন করবেন কী ভাবে?
প্রথমে আইআইটি ইনদওরের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ১৬ নভেম্বর। বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানা যাবে বিজ্ঞপ্তি থেকেই।