বিশেষ সমাবর্তন হচ্ছে না যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। ভারতীয় ক্রিকেট বোর্ডের অনুমতি না পাওয়ায় অনুষ্ঠানে উপস্থিত হতে পারছেন না ভারতীয় জাতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক হরমনপ্রীত কৌর। তার পরই সিদ্ধান্ত বদল হতে চলেছে। এই পরিস্থিতিতে সোমবার বিকেলেই এগ্জ়িকিউটিভ কাউন্সিল (ইসি) বৈঠক ডাকলেন কর্তৃপক্ষ। অনলাইনে এই বৈঠক হবে বলে জানা গিয়েছে।
আগামী ২৪ ডিসেম্বর যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান আয়োজিত হতে চলেছে। সেখানেই বিশেষ সম্মাননা প্রদানের প্রস্তাব উত্থাপিত হয়েছিল বিশ্ববিদ্যালয়ের বৈঠকে। ক্রিকেট বিশ্বকাপ জয়ী ভারতীয় জাতীয় দলের অধিনায়িকা হরমনপ্রীত কৌরকে ডি লিট প্রদানের কথা হয়েছিল। বিশ্ববিদ্যালয়ের এই সিদ্ধান্তে সায় দিয়েছিলেন আচার্য, রাজ্যপাল সিভি আনন্দ বোসও।
আরও পড়ুন:
তার পরই বিশ্ববিদ্যালয়ের তরফে ফোন ও ই-মেল করে যোগাযোগ করা হয় হরমনপ্রীতের সঙ্গে। কিন্তু তিনি বিসিসিআই-এর ছাড়পত্র না পাওয়ায় এই অনুষ্ঠানে যোগ দিতে পারবেন না বলে জানিয়ে দিয়েছেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, “হরমন আগ্রহী ছিলেন, কিন্তু বিসিসিআই-এর অনুমতি পাওয়া যায়নি। তাই ডিলিট নিতে আসছেন না তিনি। ফলে বাকি অনুষ্ঠান কী ভাবে হবে, তা নিয়ে আলোচনার জন্যই বৈঠক ডাকা হয়েছে।”
জানা গিয়েছে, শুধু হরমনপ্রীতই নন, নোবেলজয়ী অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়কেও পাওয়া যাবে না প্রধান অতিথি হিসাবে। তিনি এই মুহূর্তে দেশে নেই। তাই, সোমবারের অনলাইনের বৈঠকের পর জানা যাবে, সমাবর্তনে কাদের নাম চূড়ান্ত হচ্ছে। সূত্রের খবর, অভিজিৎ-এর বদলে অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন-এর চেয়ারম্যান টিজি সীতারামের নাম প্রস্তাবিত হতে পারে।
গত নভেম্বরে প্রধান অতিথির তালিকায় অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় ছাড়াও, প্রাক্তন ইসরো-র প্রাক্তন চেয়ারম্যান এস সোমনাথের নাম ছিল। বিশেষ অতিথির তালিকায় নাম ছিল ডিআরডিও চেয়ারম্যান সমীর ভি কামাথ এবং অনুসন্ধান ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন এর সিইও শিবকুমার কল্যাণরামনের সঙ্গে আইআইটি খড়্গপুরের ডিরেক্টরের অধ্যাপক সুমন চক্রবর্তীরও।