পুঁথিগত পড়াশোনার সঙ্গে প্রয়োজন দক্ষতা বৃদ্ধিরও। শিবপুরের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনোলজি (আইআইইএসটি)-র চেয়ারপার্সন তেজস্বিনী অনন্তকুমার এবং অধিকর্তা ভিএমএসআর মূর্তিকে পরামর্শ দিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।
৫ ফেব্রুয়ারি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর সঙ্গে আইআইইএসটি-র চেয়ারপার্সন এবং অধিকর্তা একটি বৈঠক করেন। সেই বৈঠকে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর হাতে ১৬৮ বছরের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানের একটি তথ্য সংকলন হাতে তুলে দেন তাঁরা।
আরও পড়ুন:
জাতীয় শিক্ষা নীতি ২০২০-কে মান্যতা দিয়ে সম্প্রতি প্রতিষ্ঠানকে গ্রিন ক্যাম্পাসে পরিণত করা হয়েছে। এ ছাড়াও পড়ুয়াদের জন্য প্রোডাক্ট ডেভেলপমেন্ট, অন্ত্রপ্রেনিয়রশিপ সংক্রান্ত বিষয়ে কাজ পুরোদমে চলছে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী বিষয়টির ভূয়সী প্রশংসা করেন।
তবে একই সঙ্গে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী প্রতিষ্ঠানকে বিভিন্ন শিল্প ক্ষেত্রে সংযোগ স্থাপনের কাজ আরও বেশি করে করতে হবে। গ্রামীণ উন্নয়ন, স্বাস্থ্য, শক্তি ক্ষেত্রে কাজের জন্য পড়ুয়াদের আরও দক্ষ করে তোলার পরামর্শও দেন তিনি।