আদালতে লড়াইয়ের পাশাপাশি বৃহস্পতিবার ফের কলকাতার রাজপথে নেমে আন্দোলনে ২০২৫ এসএসসি-র নতুন চাকরিপ্রার্থীরা। কলেজস্ট্রিট থেকে বিধানসভা পর্যন্ত অভিযানের ডাক দিয়েছিলেন তাঁরা। বিকেলে সেখান থেকেই তাঁরা হুঁশিয়ারি দিলেন, আগামী দিনে শিক্ষামন্ত্রীর বাড়ির সামনে আন্দোলন করবেন।
বৃহস্পতিবার, কলেজস্ট্রিট থেকে মিছিল শুরু হয়ে খানিক এগোতেই সুবোধ মল্লিক স্কোয়্যারের সামনে প্রতিবাদীদের আটকায় পুলিশ। শুরু হয় অবস্থান বিক্ষোভ। শিক্ষামন্ত্রীকে আসতে হবে বলে দাবি তোলেন তাঁরা। পরে পুলিশের মধ্যস্থতায় পাঁচ প্রতিনিধিকে বিকাশ ভবনে যাওয়ার অনুমতি দেওয়া হয়। তাঁরা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর কাছে স্মারকলিপি জমা দিতে যান। কিন্তু অভিযোগ, মন্ত্রী সেখানে ছিলেন না। আধিকারিকদের কাছে স্মারকলিপি জমা দিতে অস্বীকার করেন আন্দোলনকারীরা।
আরও পড়ুন:
২০২৫ এসএসসি-র নতুন চাকরিপ্রার্থীদের প্রতিনিধি শিশিরকুমার দাস বলেন, “আমরা শিক্ষামন্ত্রীর দেখা পাইনি। অন্য কারও হাতে কোনও স্মারকলিপি জমা দেব না। আমাদের আন্দোলন চলবে যত দিন না শিক্ষামন্ত্রী নিজে পদক্ষেপ করছেন। প্রয়োজনে এ বার আন্দোলন হবে তাঁর বাড়ির সামনেই।”
১০০ শতাংশ নম্বর পেয়েও শিক্ষকতার চাকরি থেকে বঞ্চিত হচ্ছেন নতুন চাকরিপ্রার্থীরা, অভিযোগ এমনই। অভিজ্ঞতার ভিত্তিতে ১০ নম্বর দেওয়ার বিরোধিতা করে গত ২৪ নভেম্বর শিয়ালদহ থেকে রামলীলা ময়দান পর্যন্ত মিছিলের ডাক দিয়েছিলেন নতুন চাকরিপ্রার্থীরা।
আন্দোলনকারী চাকরিপ্রার্থী সুলতান মহম্মদ এ দিন ছিলেন পথে। তিনি বাংলা বিষয়ে একাদশ-দ্বাদশ ও নবম-দশম শ্রেণির জন্য পরীক্ষা দিয়েছেন। একাদশ-দ্বাদশে ৫৮ পেয়েছেন, নবম-দশমে ৫৭। তিনি বলেন, “সংবিধানের ১৪ ও ১৬ নম্বর মৌলিক অধিকার অনুযায়ী সকল প্রার্থীর সমান অধিকার রয়েছে। তাই আমরা চাকরিহারা প্রার্থীদের অতিরিক্ত ১০ নম্বর দেওয়ার বিরোধিতা করছি।”