মাধ্যমিক স্তরের পর এ বার প্রাথমিকে বিশেষ ভাবে সক্ষম পড়ুয়াদের জন্য শিক্ষক নিয়োগের আবেদনের বিজ্ঞপ্তি জারি করল প্রাথমিক শিক্ষা পর্ষদ। বুধবার সন্ধ্যায় বিজ্ঞপ্তি দিয়ে পর্ষদের তরফ থেকে জানান হয়েছে ২৩০৮টি শূন্যপদে স্পেশ্যাল এডুকেটর নিয়োগ করা হবে।
প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে ১২ নভেম্বর সন্ধ্যা ৬টা থেকে ২৫ নভেম্বর রাতে ১১ টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন প্রার্থীরা।
সম্প্রতি মাধ্যমিক স্তরে ১,৯৪২টি আসনে স্পেশ্যাল এডুকেটর নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়। এ বার একই পথে গেল প্রাথমিক শিক্ষা পর্ষদ। নাম প্রকাশে অনিচ্ছুক প্রাথমিক শিক্ষা পর্ষদের এক কর্তা বলেন, “যে সমস্ত প্রার্থী আবেদন করবেন তাঁদের আরসিআই অনুমোদিত শিক্ষাপ্রতিষ্ঠানে ডিএলএড স্পেশ্যাল কোর্স করা বাধ্যতামূলক। এদের পড়ানোর জন্য ছ’মাসে প্রশিক্ষণও থাকতে হবে।”
আরও পড়ুন:
আগেই বিজ্ঞপ্তি দিয়ে পর্ষদ জানিয়েছিল ১ জানুয়ারির মধ্যে আবেদনকারীর বয়স হতে হবে ২০-৪০ বছরের মধ্যে। বয়সের ক্ষেত্রে ওবিসিদের জন্য রাজ্যের নিয়ম অনুযায়ী ছাড় দেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
আবেদনকারীকে প্রথমে টেট দিতে হবে। পরীক্ষার পূর্ণ নম্বর ৮০। ইন্টারভিউতে যোগ্য চাকরিপ্রার্থীদের পড়ানোর দক্ষতা যাচাই করা হবে। পড়ানোর দক্ষতা এবং ইন্টারভিউ মিলিয়ে থাকছে ২০ নম্বর।
বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল বলেন, “অনেক দিন ধরেই স্পেশ্যাল এডুকেটর নিয়োগের ব্যাপারি থমকে ছিল।এত দিন পর নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়ে, এটাই আশাব্যঞ্জক বিষয়।”