উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ হওয়ার পর যাঁরা নানা বিষয়ে উচ্চ শিক্ষা করতে চান, তাঁরা খোঁজ নিতে পারেন বেলুড়ের রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দিরে। সম্প্রতি এই মর্মে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে প্রতিষ্ঠানের তরফে। জানানো হয়েছে, প্রতিষ্ঠান থেকে একাধিক বিষয়ে স্নাতক করা যাবে। যার ভর্তি প্রক্রিয়া সদ্য শুরু করা হয়েছে। আগ্রহীদের থেকে অনলাইনে আবেদন গ্রহণ করা হচ্ছে।
প্রতিষ্ঠানে পড়ার সুযোগ পাবেন শুধু ছাত্ররাই। নয়া শিক্ষানীতি মেনে বিএ এবং বিএসসি (মেজর) প্রোগ্রামে ভর্তি হতে পারবেন পড়ুয়ারা। যে বিষয়গুলিতে স্নাতকের সুযোগ রয়েছে, সেগুলি হল— ইংরেজি, অর্থনীতি, গণিত, রসায়ন, মাইক্রোবায়োলজি, প্রাণীবিদ্যা, পদার্থবিদ্যা, কম্পিউটার সায়েন্স, ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট্রি, রাষ্ট্রবিজ্ঞান, ইতিহাস, দর্শন, বাংলা এবং সংস্কৃত। এর মধ্যে রসায়ন বিষয়েই সর্বাধিক সংখ্যক আসন রয়েছে, ২০টি।
আরও পড়ুন:
প্রতি বিষয়ে স্নাতকের জন্য পড়ুয়াদের উচ্চ মাধ্যমিকে প্রাপ্ত মোট নম্বর এবং বিষয়ভিত্তিক নম্বর যাচাই করে দেখা হবে। এর পর নম্বরের ভিত্তিতে তাঁদের প্রতিষ্ঠানে লিখিত পরীক্ষা এবং মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে। বিষয়ের উপর নির্ভর করে এর পর শুধু মাত্র প্রবেশিকা পরীক্ষা অথবা প্রবেশিকা পরীক্ষা এবং উচ্চ মাধ্যমিকে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে সংশ্লিষ্ট কোর্সে ভর্তি নেওয়া হবে।
আগ্রহীদের এর জন্য বিজ্ঞপ্তিতে উল্লিখিত লিঙ্কে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। সংরক্ষিত এবং অসংরক্ষিতদের জন্য আবেদনমূল্য ধার্য করা হয়েছে ৩৫০, ৪০০ এবং ৪৫০ টাকা। আগামী ২১ জুন আবেদনের শেষ দিন। প্রবেশিকা পরীক্ষা হবে ২৩-২৬ জুনের মধ্যে। ক্লাস শুরু ৭ জুলাই থেকে। এই বিষয়ে বাকি তথ্য প্রতিষ্ঠানের ওয়েবসাইট থেকে জানা যাবে।
আরও পড়ুন:
-
অনুবাদক হতে চান? যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ১৫ দিনেই শিখে নিতে পারেন খুঁটিনাটি
-
উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ? সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়ে শুরু স্নাতকের ভর্তি প্রক্রিয়া
-
‘কেন্দ্রের শিক্ষানীতি নিয়ে সুপ্রিম কোর্ট রাজ্যের অবস্থানকেই মান্যতা দিল’, টুইট ব্রাত্য বসুর
-
রাজ্যের জয়েন্ট পরীক্ষার প্রতি আগ্রহ বাড়াতে উদ্যোগী শিক্ষা সংসদ, শুরু হচ্ছে প্রশিক্ষণ