ক্যানসার নিয়ে গবেষণার সুযোগ দিচ্ছে সাহা ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্স। প্রতিষ্ঠানের তরফে লাইফ সায়েন্সেস, কেমিক্যাল সায়েন্সেস এবং এক্সপেরিমেন্টাল ফিজ়িক্স-এর বিভিন্ন বিষয়ে পিএইচডি করানো হবে। প্রতিটি বিষয়ের জন্য এক জন করে গাইড থাকছেন। তাঁর অধীনেই গবেষণার কাজও করতে পারবেন আগ্রহীরা।
কারা আবেদন করতে পারবেন?
পদার্থবিদ্যা, রসায়ন, লাইফ সায়েন্সেস, বায়োটেকনোলজি বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্নেরা পিএইচডি করার সুযোগ পাবেন। এ ছাড়াও পদার্থবিদ্যা, রসায়ন, জীববিদ্যায় চার বছরের স্নাতক স্তরের কোর্স সম্পূর্ণ করেছেন, এমন ব্যক্তিরাও ভর্তি হতে পারবেন। তবে, প্রার্থীদের ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট (নেট), গ্র্যাজুয়েশন অ্যাপটিটিউড টেস্ট (গেট), জয়েন্ট এন্ট্রান্স স্ক্রিনিং টেস্ট (জেস্ট), জয়েন্ট গ্র্যাজুয়েট এন্ট্রানস্ এগ্জ়ামিনেশন ফর বায়োলজি অ্যান্ড ইন্টারডিসিপ্লিনারি লাইফ সায়েন্সেস-এর মতো পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
আরও পড়ুন:
কী কী বিষয়ে গবেষণার সুযোগ?
এক্সপেরিমেন্টাল কন্ডেন্সড ম্যাটার ফিজ়িক্স অ্যান্ড মেটিরিয়াল সায়েন্স, এক্সপেরিমেন্টাল হাই এনার্জি ফিজ়িক্স অ্যান্ড অ্যাস্ট্রোপার্টিকল ফিজ়িক্স, এপিজেনেটিক অ্যান্ড ক্যানসার বায়োলজি, ফোরডি নিউক্লিওম অফ ওভারিয়ান ক্যানসার, সিন্থেটিক বায়োলজি; নিউরোসায়েন্স, আরএনএ বায়োলজি, ন্যানো-অপটিক্স অ্যান্ড ন্যানো-ফোটোনিক্স-সহ বিভিন্ন বিষয়ে গবেষণার সুযোগ থাকছে।
কী ভাবে আবেদন করতে পারবেন?
আগ্রহীরা অনলাইনে শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র জমা দিয়ে আবেদন করতে পারবেন। তাঁদের মেধা, সর্বভারতীয় পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে যোগ্যতা যাচাই করা হবে। বাছাই করা শিক্ষার্থীদের নাম ওয়েবসাইট মারফত জানতে পারবেন।
অনলাইনেই ইন্টারভিউয়ের মাধ্যমে চূড়ান্ত পর্যায়ে শিক্ষার্থীদের বেছে নেওয়া হবে। যাঁদের ভর্তি নেওয়া হবে, তাঁরা সরাসরি প্রতিষ্ঠানে জুনিয়র রিসার্চ ফেলোশিপের যোগ্যতা অর্জন করবেন। ফেলোশিপ হিসাবে ৩৭ হাজার টাকা থেকে ৪২ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে। মোট চার বছরের চুক্তিতে গবেষণার কাজ চলবে। তবে তা আরও এক বছরের জন্য বৃদ্ধি করার সুযোগ থাকছে। আবেদনের শেষ দিন ৭ ডিসেম্বর।