গ্রুপ-সি ও গ্রুপ-ডি পদে আবেদনের সময়সীমা বাড়াল স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। আগামী ৮ ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন আগ্রহীরা।
৩ নভেম্বর শিক্ষাকর্মী নিয়োগের আবেদন প্রক্রিয়া শুরু করেছিল এসএসসি। শেষ হওয়ার কথা ছিল ৩ ডিসেম্বর। এসএসসির এক কর্তা জানান, “একাদশ-দ্বাদশ ও নবম-দশম শিক্ষক নিয়োগের ফলপ্রকাশের পর প্রযুক্তিগত সমস্যার কারণে অনেক প্রার্থীই আবেদন করতে পারিনি। তাই এই সময়সীমা বাড়ানো হল।” জানা গিয়েছে, দু’টি পর্যায় প্রায় তিন দিন প্রযুক্তিগত সমস্যা হয়েছিল স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে। সে কারণেই অনেকে সমস্যায় পড়েছিলেন।
আরও পড়ুন:
শনিবার পর্যন্ত স্কুল সার্ভিস কমিশন আয়োজিত গ্রুপ-সি এবং গ্রুপ-ডি শিক্ষাকর্মী নিয়োগ পরীক্ষায় বসার জন্য আবেদনের হার ছিল ২০১৬-র অর্ধেকেরও কম। তবে রবি ও সোমবার মিলিয়ে সেই সংখ্যা কিছুটা বেড়েছে বলে স্কুল সার্ভিস কমিশন জানাচ্ছে। এখনও পর্যন্ত ১০ লক্ষেরও বেশি আবেদনকারী আবেদন করেছেন বলে সূত্রের খবর।
হিসাব বলছে, ২০১৬ সালে নিয়োগে গ্রুপ-সি ও গ্রুপ-ডি মিলিয়ে স্কুলে স্কুলে নিয়োগের জন্য প্রায় ১৮ লক্ষ আবেদন জমা পড়েছিল। প্রাতিষ্ঠানিক দুর্নীতির অভিযোগে সে বারের গোটা প্যানেলই বাতিল করেছে সুপ্রিম কোর্ট। গ্রুপ-সি বিভাগে এসএসসি ২৯৮৯টি শূন্যপদ রয়েছে বলে জানিয়েছে, গ্রুপ-ডি বিভাগে ৫৪৮৮ টি। মাধ্যমিক পাশ করলেই গ্রুপ-ডি পদে নিয়োগের জন্য আবেদন করতে পারবেন প্রার্থীরা।
এই পরীক্ষায় চিহ্নিত ‘অযোগ্য’রা কোনও ভাবেই আর পরীক্ষায় যোগ দিতে পারবেন না বলে ন নির্দেশ দিয়েছে আদালত। এই ‘অযোগ্য’দের তালিকা আগেই প্রকাশ করেছে এসএসসি। সেই অনুযায়ী মোট ৩,৫১২ জনকে কালো তালিকাভুক্ত করা হয়েছে। গ্রুপ-সি ১১৬৩ জন ও গ্রুপ-ডি ২৩৪৯ ‘অযোগ্য’ রয়েছেন।