ভুল হয়েছে এসএসসি-র! এমনই দাবি করলেন প্রায় হাজার হাজার পরীক্ষার্থী। সদ্য শেষ হওয়া শিক্ষক নিয়োগ পরীক্ষার মডেল উত্তরপত্র আপলোড করা হয়েছিল ওয়েবসাইটে। তার পরই সেই মডেল উত্তরপত্র চ্যালেঞ্জ করে বসলেন পরীক্ষার্থীরা। সব দিক খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে স্কুল সার্ভিস কমিশন।
জানা গিয়েছে, নবম-দশম ও একাদশ-দ্বাদশ শ্রেণির মডেল উত্তরপত্র চ্যালেঞ্জ করেছেন প্রায় ৯২ হাজার পরীক্ষার্থী। প্রায় ১১ হাজারেরও বেশি প্রশ্নে বা উত্তরে ভুল হয়েছে, এমনই দাবি তাঁদের। আপাতত সেই চ্যালেঞ্জ খতিয়ে দেখছেন বিশেষজ্ঞরা। নভেম্বরের গোড়ায় সঠিক উত্তরপত্র প্রকাশ করা হবে বলে জানিয়েছে এসএসসি।
আরও পড়ুন:
গত ১৬ ও ২০ সেপ্টেম্বর রাতে নবম-দশম ও একাদশ-দাদশ শ্রেণির মডেল উত্তরপত্র আপলোড করে এসএসসি। ২৫ সেপ্টেম্বর পর্যন্ত পরীক্ষার্থীদের সুযোগ দেওয়া হয় অনলাইনে সেই উত্তরপত্র চ্যালেঞ্জ জানানোর। গত সেপ্টেম্বরেই স্কুল সার্ভিস কমিশন নবম-দশমের ক্ষেত্রে ১১টি বিষয় ও একাদশ-দ্বাদশের ক্ষেত্রে ৩৫টি বিষয় দ্বিতীয় এসএলএসটি পরীক্ষা গ্রহণ করেছে। আদালতের নির্দেশে মধ্যে শিক্ষক নিয়োগ করতে হবে কমিশনকে।
এসএসসির এক আধিকারিক বলেন, “পরীক্ষার্থীর চ্যালেঞ্জ করেছেন, তার পর তা যাচাইয়ের কাজও শুরু হয়ে গিয়েছে। প্রশ্ন ভুল কি না, তা যাচাইয়ের কাজ করছেন বিষয়ভিত্তিক বিশেষজ্ঞ অধ্যাপকরা। চলতি মাসের মধ্যেই সেই কাজ সম্পন্ন হবে।”
নবম-দশম শ্রেণির ১১টি বিষয়ের মধ্যে ১১টিতেই বেশ কিছু প্রশ্নে ভুল রয়েছে বলে চ্যালেঞ্জ করেছেন পরীক্ষার্থীরা। তবে একাদশ-দ্বাদশ শ্রেণির ক্ষেত্রে ৩৫টি বিষয়ে প্রশ্ন করা হলেও দু’টি বিষয়ে কোনও চ্যালেঞ্জ আসেনি। ৩৩টি বিষয়ে বেশ কিছু প্রশ্নে ভুল রয়েছে বলে চ্যালেঞ্জ করা হয়েছে। গত ১৪ই সেপ্টেম্বর থেকে উত্তরপত্র যাচাইয়ের কাজ শুরু হয়েছে এসএসসি তরফে।
মতামত বা চ্যালেঞ্জ করার জন্য পরীক্ষার্থীদের প্রশ্ন পিছু ১০০ টাকা দিতে হয়েছে। বিশেষজ্ঞ কমিটির সুপারিশ মতো, তাঁদের মতামত বা চ্যালেঞ্জ সঠিক হলে ওই টাকা ফেরত দিয়ে দেওয়া হবে পরীক্ষার্থীদের, জানিয়েছেন কর্তৃপক্ষ।