অনেকেই প্রত্যাশা করেছিলেন একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়বে শূন্যপদের সংখ্যা। কিন্তু শেষ পর্যন্ত কমে যাচ্ছে শূন্যপদ! অন্তত তেমনই জানা গিয়েছে শিক্ষা দফতর সূত্রে।
গত ৭ নভেম্বর একাদশ-দ্বাদশ শিক্ষক নিয়োগ পরীক্ষার ফলঘোষণা করে স্কুল সার্ভিস কমিশন। সে সময়ই জানানো হয়েছিল নথি যাচাইকরণ শুরু হবে ১৭ নভেম্বর। কিন্তু তার আগে সংশোধিত শূন্যপদের তালিকা প্রকাশ করার কথা এসএসসি-র। বৃহস্পতিবার শিক্ষা দফতরের তরফে সেই তালিকা পাঠিয়ে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। দেখা গিয়েছে, পূর্ব ঘোষিত শূন্যপদের থেকে ৬৯টি পদ কমেছে।
আরও পড়ুন:
গত অক্টোবরে একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের জন্য পরীক্ষা গ্রহণ করে এসএসসি। সে সময় শিক্ষা দফতর ১২,৫১৪ টি শূন্যপদের তালিকা পাঠিয়েছিল তাদের কাছে। তার ভিত্তিতেই পরীক্ষা হয়েছিল। আইন অনুযায়ী ইন্টারভিউ বা নথিযাচাইয়ের অন্তত ১৫ দিন আগে সংশোধিত শূন্যপদের তালিকা প্রকাশ করতে হয়। বৃহস্পতিবার তা হাতে এসেছে এসএসসি-র। দেখা গিয়েছে, শূন্যপদের সংখ্যা কমে দাঁড়িয়েছে, ১২,৪৪৫।
এসএসসি-র তরফে আগেই জানানো হয়েছিল সংশোধিত শূন্যপদের তালিকা হাতে আসার পরই নথিযাচাই এবং ইন্টারভিউয়ের জন্য প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে।
সূত্রের খবর, ১০০টি শূন্যপদের জন্য ১৬০ জনকে ইন্টারভিউয়ে ডাকা হবে, অর্থাৎ, ১:৬ অনুপাতে। আবার সর্বোচ্চ নম্বর যদি একাধিক ব্যক্তি পেয়ে থাকেন, তা হলে সকলে ডাক পাবেন বলে জানিয়েছে এসএসসি।
শিক্ষা দফতর সূত্রের খবর, ইন্টারভিউয়ের জন্য প্রার্থীদের তালিকা তৈরি এবং নবম-দশমের ফল প্রকাশের কাজ একসঙ্গে চলছে। সব দিক পরিষ্কার ভাবে খতিয়ে দেখে ইন্টারভিউ তালিকা দ্রুত তৈরির চেষ্টা চলছে বলে জানিয়েছে এসএসসি। সব ঠিক থাকলে আগামী সোমবারই নথিযাচাইকরণ প্রক্রিয়া শুরু হওয়ার কথা। তবে, ঠিক কবে যাচাইকরণ শুরু হবে, এখন তা-ই দেখার।