নবম শ্রেণির রেজিস্ট্রেশনের তথ্যে ভুল আছে কি না এ বার থেকে তা যাচাই করতে পারবে পড়ুয়ারা নিজেই। এমনই নয়া পদ্ধতি প্রথমবারের জন্য চালু করল মধ্যশিক্ষা পর্ষদ।
অনেক সময় দেখা গিয়েছে পড়ুয়া যে তথ্য জমা দিয়েছে তার মধ্যে বেশ কিছু গরমিল রয়েছে। কিন্তু সেই তথ্যে যে ভুল রয়েছে তা পড়ুয়ারা জানেই না। পরবর্তীকালে সেই ভুল সংশোধন করতে বার বার স্কুলগুলি সমস্যায় পড়েছে। পর্ষদকেও বারবার সময়সীমা বৃদ্ধি করতে হয়েছে যথাযথ ভাবে রেজিস্ট্রেশন করানোর জন্য। তাই এই নয়া পদ্ধতির পথে মধ্যশিক্ষা পর্ষদ।
আরও পড়ুন:
পড়ুয়াদের জন্য https://students.wbbsedata.com ওয়েবসাইটের ব্যবস্থা করেছে পর্ষদ। সেখানে সংশ্লিষ্ট ছাত্র বা ছাত্রী লগইন করে তার রেজিস্ট্রেশন সার্টিফিকেট খুলে দেখে নিতে পারবে। যাচাই করে নিতে পারবে যে সমস্ত তথ্য স্কুলে জমা দিয়েছে, তা সঠিক আছে কি না। যদি কোনও ভুল থাকে তা সংশোধনের জন্য ওই সংশ্লিষ্ট ওয়েবসাইটের মাধ্যমেই আবেদন করতে পারবে পড়ুয়া।
সংশোধনের সুযোগ থাকছে, পড়ুয়ার নাম, মা-বাবা, অভিভাবকের নাম, জন্ম তারিখ এবং বিষয় নির্বাচনেরও।
এই ওয়েবসাইট খোলা থাকবে ১৮ সেপ্টেম্বর থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত। পর্ষদের এক কর্তা জানিয়েছেন, পড়ুয়াদের সুবিধার্থে এই পরিষেবা এই বছর থেকে প্রথম চালু করা হল।