Advertisement
২৬ এপ্রিল ২০২৪

মেলায় আগুন লেগে আতঙ্ক ব্যারাকপুরে

মেলায় আগুন লাগল ব্যারাকপুরে। দমকলের পাঁচটি ইঞ্জিন এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মঙ্গলবার সকালের এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ জানিয়েছে, আগুন লেগে বেশ কিছু জিনিসপত্র ভস্মীভূত হলেও কেউ হতাহত হননি। স্থানীয় সূত্রে খবর, প্রতি বছরই চিড়িয়ামোড়ের কাছে ওয়েলেসলি হিন্দি স্কুলের মাঠে একটি মেলা বসে। বৈশাখের শেষ থেকে শুরু হয়ে পুরো জ্যৈষ্ঠ মাস ধরে মেলা চলে। এ বছর মেলা শুরু হয়েছিল সপ্তাহ দুয়েক আগে।

আগুন লেগে ভস্মীভূত মেলা।

আগুন লেগে ভস্মীভূত মেলা।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০২ জুন ২০১৫ ১১:৩৪
Share: Save:

মেলায় আগুন লাগল ব্যারাকপুরে। দমকলের পাঁচটি ইঞ্জিন এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মঙ্গলবার সকালের এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ জানিয়েছে, আগুন লেগে বেশ কিছু জিনিসপত্র ভস্মীভূত হলেও কেউ হতাহত হননি।

স্থানীয় সূত্রে খবর, প্রতি বছরই চিড়িয়ামোড়ের কাছে ওয়েলেসলি হিন্দি স্কুলের মাঠে একটি মেলা বসে। বৈশাখের শেষ থেকে শুরু হয়ে পুরো জ্যৈষ্ঠ মাস ধরে মেলা চলে। এ বছর মেলা শুরু হয়েছিল সপ্তাহ দুয়েক আগে। অন্যান্য দিনের মতোই সোমবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত মেলা চলে।

চলছে আগুন নেভানোর কাজ।

প্রত্যক্ষদর্শীদের দাবি, এ দিন সকাল ৯টা নাগাদ মেলার মাঠ থেকে হঠাত্ই ধোঁয়া বেরোতে দেখা যায়। কিছু ক্ষণের মধ্যেই আগুন দেখা যায়। জনবহুল এলাকা হওয়ায় আগুন নিয়ে আতঙ্কও ছড়িয়ে পড়ে।

এর পর খবর দেওয়া হয় দমকলে। কিন্তু, পাঁচিল ঘেরা ছোট মাঠে আগুন নিয়ন্ত্রণে আনতে তাদের বেশ বেগ পেতে হয়। প্রাথমিক তদন্তে দমকলের অনুমান, ঝাঁপ বন্ধ কোনও অস্থায়ী দোকানের ভিতর রান্না করতে গিয়েই অসাবধনতাবশত কোনও ভাবে আগুন লেগে যায়। পরে সেই আগুন ছড়িয়ে পড়ে।

ছবি: সজল চট্টোপাধ্যায়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

fire fair police barrackpore fire brigade
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE