Advertisement
২৫ এপ্রিল ২০২৪

পিছিয়ে গেল সিবিএসসি-র প্রি-মেডিক্যাল এন্ট্রান্স টেস্ট

প্রশ্নপত্র ফাঁস হয়ে যাওয়ায় পিছিয়ে গেল সিবিএসসি-র প্রি-মেডিক্যাল এন্ট্রান্স টেস্ট। সোমবার সুপ্রিম কোর্ট ২০১৫-১৬ শিক্ষাবর্ষের সর্বভারতীয় এই পরীক্ষাটি পিছিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে। পাশাপাশি শীর্ষ আদালত জানিয়ে দিয়েছে, আগামী চার সপ্তাহের মধ্যে নতুন করে ওই পরীক্ষা নিতে হবে।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৫ জুন ২০১৫ ১২:২৬
Share: Save:

প্রশ্নপত্র ফাঁস হয়ে যাওয়ায় পিছিয়ে গেল সিবিএসসি-র প্রি-মেডিক্যাল এন্ট্রান্স টেস্ট। সোমবার সুপ্রিম কোর্ট ২০১৫-১৬ শিক্ষাবর্ষের সর্বভারতীয় এই পরীক্ষাটি পিছিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে। পাশাপাশি শীর্ষ আদালত জানিয়ে দিয়েছে, আগামী চার সপ্তাহের মধ্যে নতুন করে ওই পরীক্ষা নিতে হবে। পরীক্ষা পিছিয়ে যাওয়ায় সমস্যায় পড়বেন প্রায় সাড়ে ছয় লাখ পরীক্ষার্থী। এ বিষয়ে সমস্ত পর্তিষ্ঠানকে সহযোগিতা করার নির্দেশও দিয়েছে আদালত।

শুধু প্রশ্নপত্র ফাঁস হয়নি, শীর্ষ আদালতে জনস্বার্থ মামলা করে জানানো হয়েছিল ওই সমস্ত প্রশ্নের উত্তরও ছড়িয়ে পড়েছিল দেশের প্রায় ১০টি রাজ্যে। আদালতের কাছে পরীক্ষা পিছিয়ে দেওয়ার আবেদন জানানো হয়। এ দিনের নির্দেশে আদালত সেই আবেদনে মান্যতা দিল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

supreme court pre-medical exam aipmt student
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE