Advertisement
২৪ এপ্রিল ২০২৪

বোর্ড সভাপতির নির্বাচনে সামিল শরদ পওয়ার, জল্পনা

ফের বোর্ড সভাপতির দৌড়ে নেমে পড়লেন শরদ পওয়ার! এমনই জল্পনা ঘুরপাক খাচ্ছে ক্রিকেট মহলে। সূত্রের খবর, নির্বাচনী লড়াইয়ে নিজের শক্তি প্রদর্শন করতে ফের সক্রিয় হয়ে উঠছেন তিনি। আইপিএল গড়াপেটা কাণ্ড নিয়ে স্বার্থের সংঘাতের প্রশ্ন তুলে সম্প্রতি শ্রীনিবাসনকে বোর্ড নির্বাচন থেকে সরে দাঁড়ানোর নির্দেশ দিয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, শ্রীনির উপর এই নিষেধাজ্ঞার ‘সুযোগ’কে কাজে লাগাতে চাইছেন পওয়ার।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০২ ফেব্রুয়ারি ২০১৫ ১৮:০১
Share: Save:

ফের বোর্ড সভাপতির দৌড়ে নেমে পড়লেন শরদ পওয়ার! এমনই জল্পনা ঘুরপাক খাচ্ছে ক্রিকেট মহলে। সূত্রের খবর, নির্বাচনী লড়াইয়ে নিজের শক্তি প্রদর্শন করতে ফের সক্রিয় হয়ে উঠছেন তিনি। আইপিএল গড়াপেটা কাণ্ড নিয়ে স্বার্থের সংঘাতের প্রশ্ন তুলে সম্প্রতি শ্রীনিবাসনকে বোর্ড নির্বাচন থেকে সরে দাঁড়ানোর নির্দেশ দিয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, শ্রীনির উপর এই নিষেধাজ্ঞার ‘সুযোগ’কে কাজে লাগাতে চাইছেন পওয়ার। গড়াপেটা নিয়ে সুপ্রিম কোর্টের চূড়ান্ত রায় আসার আগে শ্রীনি অনুগামীরা তত্পর হয়েছিলেন ফের তাঁকে ওই পদে বসাতে। রায় শ্রীনির পক্ষে যেতে পারে এমন একটা সম্ভাবনা থেকেই পর পর দু’বার নির্বাচন পিছিয়ে দেওয়া হয়। কিন্তু গত ২২ জানুয়ারি সুপ্রিম কোর্টের চূড়ান্ত রায়ে শ্রীনির সেই পথও বন্ধ হয়ে যায়। পাশাপাশি, ছ’মাসের মধ্যে নির্বাচন করার নির্দেশও দেয় শীর্ষ আদালত। এর ফলে এক দিকে যেমন শ্রীনির নির্বাচনী লড়াইয়ের ‘স্বপ্নভঙ্গ’ হয়, অন্য দিকে শরদ পওয়ারের এই লড়াইয়ের পথ অনেকটাই পরিষ্কার হয়ে গেল বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি শরদ ২০০৫-’০৮ পর্যন্ত বোর্ড সভাপতি পদে ছিলেন। ২০১০-এ আইসিসি-র সভাপতি হন। এ বারের নির্বাচনে সভাপতি মনোনয়েনের পালা পূর্বাঞ্চলের। এখন পওয়ার যদি পূর্বাঞ্চলকে ‘করায়ত্ত’ করতে পারেন তাহলে বোর্ড সভাপতির পথ অনেকটাই মসৃণ হতে পারে। পূর্বাঞ্চলের মন জয় করতে পওয়ার কতটা ‘পাওয়ার’ কাজে লাগান এখন সেটাই দেখার।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

sharad pawar bcci election
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE