রিজ়ার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া-য় চিকিৎসক নিয়োগ করা হবে। কলকাতায় ব্যাঙ্কের ডিস্পেনসরিতে আংশিক সময়ের জন্য কাজ করার সুযোগ মিলবে। অফলাইনেই প্রার্থীদের থেকে আবেদন গ্রহণ করা হবে।
ব্যাঙ্কে নিয়োগ হবে পার্ট টাইম মেডিক্যাল অফিসার পদে। শূন্যপদ একটিই। নিযুক্ত ব্যক্তিকে দৈনিক এক ঘণ্টা কাজের জন্য ১০০০ টাকা পারিশ্রমিক দেওয়া হবে। প্রতি সপ্তাহে সর্বাধিক ৩০ ঘণ্টা কাজ করতে হবে তাঁকে। কাজের চুক্তির মেয়াদ থাকবে তিন বছর পর্যন্ত।
আরও পড়ুন:
আবেদনকারীদের এমবিবিএস ডিগ্রি থাকা জরুরি। জেনারেল মেডিসিন-এ স্নাতকোত্তর থাকলেও আবেদন করা যাবে। পাশাপাশি, তাঁদের ন্যূনতম দু’বছরের পেশাগত অভিজ্ঞতা থাকতে হবে।
প্রার্থীদের বিজ্ঞপ্তিতে উল্লিখিত ঠিকানায় আবেদনপত্র পাঠাতে হবে। আগামী ১২ ডিসেম্বর আবেদনের শেষ দিন। এর পর নথি যাচাই এবং ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ হবে।