Advertisement
০৩ মে ২০২৪
BJP

Bengal Polls: বিকেল ৫টা পর্যন্ত নন্দীগ্রামে ভোট পড়ল ৮০.৭৯ শতাংশ, রাজ্যের ৩০ আসনে ৮০.৪৩ শতাংশ

নির্বাচনের দ্বিতীয় দফায় রাজ্যের ৪ জেলায় ভোটগ্রহণ শুরু হতেই বিক্ষিপ্ত অশান্তি দেখা দিয়েছে। এই দফায় রাজনৈাতিক মহলের কেন্দ্রে রয়েছে নন্দীগ্রাম।

বৃহস্পতিবার ভোট হচ্ছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায়।

বৃহস্পতিবার ভোট হচ্ছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায়। গ্রাফিক: শৌভিক দেবনাথ।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০১ এপ্রিল ২০২১ ১১:০৯
Share: Save:

বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফায় রাজ্যের ৪ জেলায় ভোটগ্রহণ শুরু হতেই বিক্ষিপ্ত অশান্তি দেখা দিয়েছে। এরই মধ্যে বৃহস্পতিবার বিকেল ৫টা পর্যন্ত ওই জেলাগুলির ৩০টি আসনে মোট ৮০.৪৩ শতাংশ ভোট পড়েছে।

বৃহস্পতিবার ভোট হচ্ছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায়। সকাল ৭টা ভোটগ্রহণ শুরু হয়েছে। নির্বাচন কমিশন জানিয়েছে, বিকেল ৫টা পর্যন্ত পূর্ব মেদিনীপুরে ৮১.২৩, পশ্চিম মেদিনীপুরে ৭৮.০৫, বাঁকুড়ায় ৮২.৭৮ এবং দক্ষিণ ২৪ পরগনায় ৭৯.৬৬ শতাংশ ভোট পড়েছে।

দ্বিতীয় দফায় রাজনৈাতিক মহলের কেন্দ্রে রয়েছে নন্দীগ্রাম। নন্দীগ্রাম দখলে দ্বৈরথ চলছে তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বনাম বিজেপি নেতা তথা মমতার প্রাক্তন সহযোগী শুভেন্দু অধিকারীর। তবে পূর্ব মেদিনীপুরের ওই আসনে ভোটগ্রহণ শুরু হওয়ার ঘণ্টা দু’য়েকের মধ্যে এক বিজেপি কর্মীর অস্বাভাবিক মৃত্যু ঘিরে উত্তেজনা ছড়িয়েছে। এ ছাড়া, বিক্ষিপ্ত অশান্তি দেখা গিয়েছে কেশপুর, ডেবরা, সবং এবং দাসপুরের মতো জায়গাতেও।

পূর্ব মেদিনীপুরে কয়েকটি জায়গায় বিক্ষিপ্ত উত্তেজনা ছড়ালেও বৃহস্পতিবার ওই জেলার বিভিন্ন বুথে ভোটের লাইনে ভিড় চোখে পড়েছে। কমিশনের হিসাব অনুযায়ী, বিকেল ৫টা পর্যন্ত পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে ভোট পড়েছে ৮০.৭৯ শতাংশ। এ ছাড়া, ওই সময়ের মধ্যে চণ্ডীপুরে ৮১.১৫ শতাংশ, হলদিয়ায় ৮০.৪৫ শতাংশ, মহিষাদলে ৮১.৯৩ শতাংশ, ময়নায় ৮১.৫৬ শতাংশ, নন্দকুমারে ৮২.৩৬ শতাংশ, পাশকুঁড়া পশ্চিমে ৮১.৬৭ শতাংশ, পাশকুঁড়া পূর্বে ৮০.৯৪ শতাংশ এবং তমলুকে ৮০.২৩ শতাংশ ভোট পড়েছে।

পশ্চিম মেদিনীপুরের উল্লেখযোগ্য আসনগুলির মধ্যে বিকেল ৫টা পর্যন্ত ডেবরায় ৮৩.১০ শতাংশ, ঘাটালে ৭৬.২৯ শতাংশ, খড়্গপুর সদরে ৬৮.৩৩ শতাংশ এবং সবংয়ে ৮১.২৩ শতাংশ ভোট পড়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE