কেন্দ্রের সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া-এ (সেবি) গ্রেড-অফিসার পদে কর্মী নিয়োগ করা হবে। সংস্থার বিভিন্ন বিভাগে একাধিক শূন্যপদে কর্মী প্রয়োজন। প্রার্থীদের থেকে এ জন্য বৃহস্পতিবার থেকেই অনলাইনে আবেদন গ্রহণ করা হবে।
সংস্থায় নিয়োগ হবে অফিসার গ্রেড এ (অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার) পদে। সংস্থার জেনারেল, লিগ্যাল, ইনফরমেশন টেকনোলজি, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, রিসার্চ এবং অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ বিভাগে সংশ্লিষ্ট পদে নিযুক্তদের কাজের সুযোগ মিলবে। মোট শূন্যপদ ১১০টি। তাঁরা দেশের যে কোনও অঞ্চলে সংস্থার কার্যালয়ে কাজের সুযোগ পাবেন।
সংশ্লিষ্ট পদে আবেদনের জন্য প্রার্থীদের বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে। সংরক্ষিতদের জন্য থাকবে ছাড়। নিযুক্তদের বেতনক্রম হবে ৬২,৫০০ থেকে ১,২৬,১০০ টাকা প্রতি মাসে। এ ছাড়াও মিলবে অন্য সুযোগসুবিধা।
আরও পড়ুন:
-
গণজ্ঞাপনে পিজি ডিপ্লোমা করবেন! যাদবপুরে শুরু ভর্তি প্রক্রিয়া, আবেদন কী ভাবে?
-
ব্যাঙ্কের কর্মী ঘাটতি মেটাতে শূন্যপদ বাড়াল আইবিপিএস, পশ্চিমবঙ্গেও বাড়ল সুযোগ
-
দশম ও দ্বাদশের পরীক্ষার চূড়ান্ত সূচি প্রকাশ করল সিবিএসই, কত দিন চলবে পরীক্ষা?
-
৮৪ জন কর্মীর খোঁজ করছে ন্যাশনাল হাইওয়েজ় অথরিটি, কোন কোন পদে আবেদন করা যাবে?
মোট তিনটি ধাপে যোগ্যতা যাচাই করে সংশ্লিষ্ট পদে কর্মী নিয়োগ করা হবে। প্রথম দু’টি ধাপে অনলাইন পরীক্ষার মাধ্যমে যোগ্যতা যাচাই করা হবে। পরবর্তী ধাপে ইন্টারভিউয়ের আয়োজন করা হবে। দেশের বিভিন্ন শহরের নিয়োগের পরীক্ষার আয়োজন করা হবে।
আগ্রহীদের প্রতিষ্ঠানের ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন করতে হবে। অসংরক্ষিত এবং সংরক্ষিত শ্রেণিভুক্তদের আবেদনমূল্য বাবদ যথাক্রমে ১০০০ এবং ১০০ টাকা। এ বিষয়ে বিস্তারিত জানতে সংস্থার ওয়েবসাইটটি দেখে নিতে হবে।