আলিপুরদুয়ার জেলায় কাজের সুযোগ রয়েছে। সেই মর্মে বুধবার জেলার প্রশাসনিক ওয়েবসাইটে একটি নিয়োগ-বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। কর্মী নিয়োগ করা হবে চুক্তির ভিত্তিতে। আলিপুর জেলা পরিষদে কমিউনিটি হেলথ কেয়ার ম্যানেজমেন্ট ইনিশিয়েটিভ (সিএইচসিএমআই)-কে যথাযথ ভাবে কার্যকর জন্যই এই নিয়োগের আয়োজন করা হচ্ছে। এর জন্য আগ্রহীদের অফলাইনে আবেদন করতে হবে।
আলিপুরদুয়ার জেলা পরিষদের কার্যালয়ে নিয়োগ হবে সাপোর্ট স্টাফ (অফিস ম্যানেজমেন্ট) পদে। শূন্যপদ রয়েছে একটি। শুধুমাত্র অনূর্ধ্ব ৩৫ বছর বয়সিরাই এই পদে আবেদন করতে পারবেন। প্রথমে এই পদে এক বছরের জন্য কর্মী নিয়োগ করা হবে, পরে প্রয়োজন অনুযায়ী এই মেয়াদ বাড়তেও পারে। প্রথম বছরে নিযুক্ত ব্যক্তির পারিশ্রমিকের পরিমাণ হবে ৮০০০ টাকা প্রতি মাসে। মেয়াদ বৃদ্ধি পেলে বেতনের পরিমাণ বেড়ে দাঁড়াবে ১১,০০০ টাকা প্রতি মাসে।
আরও পড়ুন:
-
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ব্ল্যাক হোল সংক্রান্ত প্রকল্পের জন্য গবেষক নিয়োগ, শূন্যপদ ক’টি?
-
অনলাইনে বিনামূল্যে স্পোর্টস সায়েন্সের কোর্স করাবে আইআইটি মাদ্রাজ, কী ভাবে আবেদন করবেন?
-
কেন্দ্রীয় সংস্থায় ২০৯টি শূন্যপদে কর্মী নিয়োগ, কর্মস্থল কলকাতা-সহ দেশের অন্যত্র
-
ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের তরফে চাকরির সুযোগ, নিয়োগ কোন কোন পদে?
-
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে একটি কেন্দ্রীয় গবেষণা প্রকল্পে কাজের সুযোগ, নিয়োগ কোন পদে?
আবেদনকারীদের পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। পাশাপাশি উচ্চমাধ্যমিকে ন্যূনতম ৪৫ শতাংশ নম্বর নিয়ে উত্তীর্ণ হতে হবে। প্রার্থীদের কম্পিউটার অ্যাপ্লিকেশন সম্পর্কিত জ্ঞান এবং কোনও সরকারি বা বেসরকারি সংস্থায় জনস্বাস্থ্য নিয়ে কাজের অভিজ্ঞতা থাকলে নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে।
এই পদে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। এর জন্য আগ্রহীদের বিজ্ঞাপন মোতাবেক ফরম্যাটে আবেদনপত্র-সহ অন্যান্য নথি বিজ্ঞপ্তিতে উল্লিখিত ঠিকানায় ডাকযোগে বা সশরীরে গিয়ে জমা দিতে হবে। আবেদনের শেষ দিন আগামী ১৮ জানুয়ারি বিকেল ৫টা। এ বিষয়ে বিশদ জানতে জেলার প্রশাসনিক ওয়েবসাইটটি দেখে নিতে হবে প্রার্থীদের।