কেন্দ্রীয় সরকার অধীনস্থ প্রতিষ্ঠানের যাদবপুর কেন্দ্রের ১৭টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। প্রতিষ্ঠানের তরফে একটি বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে, বিজ্ঞান শাখার বিভিন্ন বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা সম্পন্ন ব্যক্তিরা আবেদনের সুযোগ পাবেন। নিযুক্তদের কাজ করতে হবে প্রজেক্ট অ্যাসোসিয়েট, প্রজেক্ট সায়েন্টিস্ট, সিনিয়র প্রজেস্ট অ্যাসোসিয়েট পদে।
প্রজেক্ট অ্যাসোসিয়েট এবং প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট পদে আবেদনকারীদের বয়স ৩৫ বছরের মধ্যে থাকতে হবে। সিনিয়র প্রজেক্ট অ্যাসোসিয়েট হিসাবে অনূর্ধ্ব ৪০ বছর বয়সিরা আবেদনের সুযোগ পাবেন।
আরও পড়ুন:
নিযুক্তদের জন্য প্রতি মাসে ২০ হাজার টাকা থেকে ৫৬ হাজার টাকা পারিশ্রমিক হিসাবে বরাদ্দ করা হয়েছে। আগ্রহীদের আলাদা করে কোনও আবেদনপত্র জমা দিতে হবে না।
তবে, প্রতিষ্ঠানের প্রকাশিত বিজ্ঞপ্তিতে উল্লিখিত ঠিকানায় জীবনপঞ্জি, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র এবং কর্মজীবনের অভিজ্ঞতার শংসাপত্র নিয়ে সরাসরি ইন্টারভিউয়ের জন্য উপস্থিত থাকা প্রয়োজন। ২৭ ফেব্রুয়ারি ইন্টারভিউ নেওয়া হবে। এই বিষয়ে আরও জেনে নিতে প্রতিষ্ঠানের তরফে প্রকাশিত মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।