কটন কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডে শতাধিক শূন্যপদে কর্মী প্রয়োজন। তাঁদের ম্যানেজমেন্ট ট্রেনি, জুনিয়র কর্মাশিয়াল এগজ়িকিউটিভ, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হবে। শূন্যপদ ১৪৭টি।
এগ্রিকালচার বিষয়ে স্নাতক, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, ইলেক্ট্রিক্যাল, ইলেক্ট্রনিক্স কিংবা ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা অর্জন করেছেন, এমন প্রার্থীরা উল্লিখিত পদে আবেদনের সুযোগ পাবেন। সংস্থার তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এই বিষয়ে বিশদ তথ্য জানানো হয়েছে।
আরও পড়ুন:
আবেদনকারীদের বয়স ৩০ বছরের মধ্যে হওয়া প্রয়োজন। সংশ্লিষ্ট পদে আবেদনকারীদের লিখিত পরীক্ষার মাধ্যমে যোগ্যতা যাচাইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কটন কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডের তরফে নির্ধারিত ১১টি কেন্দ্রে পরীক্ষা নেওয়া হবে। নিযুক্ত ব্য়ক্তিরা প্রতি মাসে ২২ হাজার টাকা থেকে শুরু করে ১ লক্ষ ২০ হাজার টাকা পারিশ্রমিক হিসাবে পাবেন।
বিজ্ঞপ্তিতে প্রকাশিত নির্দেশিকা মোতাবেক সংস্থার পোর্টাল মারফত প্রার্থীদের আবেদন গ্রহণ করা হবে। আবেদনের শেষ দিন ২৪ মে। আবেদনমূল্য হিসাবে ১,০০০ টাকা জমা দিতে হবে। এ বিষয়ে আরও জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।