বর্ধমান বিশ্ববিদ্যালয়ে গবেষক প্রয়োজন। বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগের একটি গবেষণা প্রকল্পের জন্য জুনিয়র রিসার্চ ফেলো এবং প্রজেক্ট অ্যাসোসিয়েট প্রয়োজন। শূন্যপদ দু’টি।
জুনিয়র রিসার্চ ফেলো এবং প্রজেক্ট অ্যাসোসিয়েট হিসাবে পদার্থবিদ্যা, ইলেক্ট্রনিক্স বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা সম্পন্নদের আবেদন গ্রহণ করা হবে। তবে ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশনের মধ্যে কোনও বিষয়ে স্নাতকরাও উল্লিখিত কাজের জন্য আবেদন করতে পারবেন। প্রার্থীদের ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট (নেট) উত্তীর্ণ হতে হবে।
আরও পড়ুন:
এ ক্ষেত্রে গ্লোবাল নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম, নেভিগেশন উইথ ইন্ডিয়ান কনস্টেলেশনস অ্যান্ড অ্যাপ্লিকেশন নিয়ে কাজের দক্ষতা রয়েছে, এমন ব্যক্তিকে নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। তাঁর অন্তত একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানা প্রয়োজন। আবেদনকারীদের বয়স ৩৫ বছরের মধ্যে হওয়া আবশ্যক।
ইসরোর রেসপন্ড নামক রিসার্চ প্রোগ্রামের অর্থপুষ্ট প্রকল্পে কাজ করতে হবে। নিযুক্ত ব্যক্তির জন্য প্রতি মাসে ৩১ হাজার টাকা থেকে ৩৭ হাজার টাকা পারিশ্রমিক হিসাবে বরাদ্দ করা হয়েছে। আবেদনমূল্য হিসাবে ২৫০ টাকা জমা দিতে হবে। কাজের মেয়াদ ৩৬ মাস।
আরও পড়ুন:
বিশ্ববিদ্যালয়ের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে দেওয়া ঠিকানায় ডাকযোগে আবেদনপত্র পাঠাতে হবে। ওই আবেদনপত্রের সঙ্গে জীবনপঞ্জি, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র এবং কর্মজীবনের অভিজ্ঞতার শংসাপত্রও পাঠানো প্রয়োজন। আবেদন গ্রহণের শেষ দিন ২১ মে। এই বিষয়ে আরও জেনে নিতে বিশ্ববিদ্যালয়ের তরফে প্রকাশিত মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।