বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে বিশেষজ্ঞ হিসাবে কাজ করতে চান? ওই কাজের জন্য এক জনকে বেছে নেওয়া হবে। তাঁকে রথীন্দ্র কৃষি বিজ্ঞান কেন্দ্রে কাজ করতে হবে। নির্দিষ্ট সময়ের চুক্তিতে ওই পদে কাজের সুযোগ পেতে হলে কিছু শর্ত পূরণ করা আবশ্যক।
কৃষি বিজ্ঞান কেন্দ্রের হোম সায়েন্স বিভাগে বিশেষজ্ঞ প্রয়োজন। তাই ওই কাজের জন্য হোম সায়েন্স কিংবা সমতুল্য বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্ন ব্যক্তিকে নিয়োগ করা হবে। নিযুক্ত ব্যক্তির মাঠে নেমে কাজের পূর্ব অভিজ্ঞতা থাকা প্রয়োজন। এ ছাড়াও স্থানীয় কৃষকদের সঙ্গে স্থানীয় ভাষায় কথা বলার দক্ষতা থাকতেই হবে।
আরও পড়ুন:
সংশ্লিষ্ট পদে নিযুক্তের বয়স ৪০ বছরের মধ্যে হতে হবে। তাঁর জন্য সপ্তম বেতন কমিশন নির্ধারিত লেভেল ১০-এর অধীনে প্রতি মাসের বেতন বরাদ্দকরা হয়েছে। তবে, আগ্রহীদের সংশ্লিষ্ট বিভাগে কাজের জন্য ডাকযোগে আবেদনপত্র জমা দিতে হবে।
আবেদনমূল্য হিসাবে ৫০০ টাকা ধার্য করা হয়েছে। ওই ফি অনলাইনে জমা দিতে হবে। আবেদন ১৬ অগস্টের মধ্যে পাঠানো আবশ্যক। এই বিষয়ে বিশদ জানতে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (visvabharati.ac.in) গিয়ে মূল বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যেতে পারে।