ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডে কর্মখালি। দশম ও দ্বাদশ উত্তীর্ণ থেকে শুরু ইন্টার চার্টার্ড অ্যাকাউট্যান্ট— সংস্থার একাধিক বিভাগে বিভিন্ন শ্রেণির যোগ্যতাসম্পন্নদের নিয়োগ করা হবে। তবে শূন্যপদ ক’টি, সেই সম্পর্কে কোনও তথ্য প্রকাশিত নিয়োগ-বিজ্ঞপ্তিতে জানানো হয়নি।
সংস্থার ইঞ্জিনিয়ারিং বিভাগের জুনিয়র এগজ়িকিউটিভ, অ্যাসোসিয়েট এগজ়িকিউটিভ পদে অনূর্ধ্ব ৩২ বছর বয়সি ব্যক্তিদের নিয়োগ করা হবে। তাঁদের মেকানিক্যাল, ইলেক্ট্রিক্যাল, ইনস্ট্রুমেন্টেশন, ইলেক্ট্রনিক্স, সিভিল এবং কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক ডিগ্রি কিংবা ডিপ্লোমা থাকা প্রয়োজন। একই সঙ্গে তিন থেকে পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
আরও পড়ুন:
অ্যাকাউন্টস বিভাগের জুনিয়র এগজ়িকিউটিভ পদে ইন্টার চার্টার্ড অ্যাকাউট্যান্ট (সিএ) কিংবা ইন্টার সার্টিফায়েড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টরা (সিএমএ) আবেদন করতে পারবেন। তবে এ ক্ষেত্রে অন্তত পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা এবং বয়স ৩০ থেকে ৩৫ বছরের মধ্যে হওয়া প্রয়োজন।
কোয়ালিটি অ্যাসিওর্যান্স বিভাগের অ্যাসোসিয়েট এগজ়িকিউটিভ পদে নিযুক্তদের রসায়ন বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্ন হতে হবে। প্রার্থীদের তিন বছরের কাজের অভিজ্ঞতা এবং বয়স ৩২ বছরের মধ্যে হওয়া প্রয়োজন।
সেক্রেটারি পদে দশম এবং দ্বাদশ উত্তীর্ণরা আবেদনের সুযোগ পাবেন। তবে, তিন বছরের স্নাতক স্তরের কোর্স সম্পূর্ণ করেছেন, এমন প্রার্থীদের আবেদনও সংশ্লিষ্ট পদের জন্য নেওয়া হবে। তাঁদের ৩২ বছর বয়সি হতে হবে। সঙ্গে পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা থাকা চাই।
আরও পড়ুন:
অনলাইনে ২৭ জুন পর্যন্ত আবেদনপত্র নেওয়া হবে। আবেদনমূল্য ১,১৮০ টাকা। নিযুক্তরা প্রতি মাসে ৩০ হাজার টাকা থেকে শুরু করে ১ লক্ষ ৪০ হাজার টাকা পারিশ্রমিক হিসাবে পাবেন। আরও তথ্য জানতে ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডের ওয়েবসাইটে (www.bharatpetroleum.in) গিয়ে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।