বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে কর্মখালি। ওই বিশ্ববিদ্যালয়ে ফেসিলিটেটর পদে কর্মী প্রয়োজন। বিশ্ববিদ্যালয়ের একটি কোর্সের জন্য চুক্তির ভিত্তিতে ওই পদে নিয়োগ করা হবে। এর জন্য প্রার্থীদের যোগ্যতা ইন্টারভিউয়ের মাধ্যমে যাচাই করে নেবেন বিশেষজ্ঞেরা।
কৃষিবিদ্যা, উদ্যানবিদ্যা বিষয়ে স্নাতক কিংবা স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্নেরা ওই পদে কাজের জন্য আবেদনের সুযোগ পাবেন। এ ক্ষেত্রে কৃষি কিংবা সমতুল বিষয়ে অন্তত ২০ বছরের কাজের পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে।
আরও পড়ুন:
বিশ্ববিদ্যালয় অধীনস্থ পূর্ব মেদিনীপুর কৃষি বিজ্ঞান কেন্দ্রের ডিপ্লোমা ইন এগ্রিকালচারাল এক্সটেনশন সার্ভিস ফর ইনপুট ডিলার্স পাঠক্রমের পঠনপাঠনের জন্য এই নিয়োগ। কাজের মেয়াদ ২০২৬ পর্যন্ত বরাদ্দ করা হয়েছে। নিযুক্তের পারিশ্রমিক হিসাবে ২২,৫০০ টাকা দেওয়া হবে।
বিশ্ববিদ্যালয়ের নদিয়া ক্যাম্পাসে ১০ ডিসেম্বর নিয়োগের ইন্টারভিউ হতে চলেছে। ওই দিন প্রার্থীদের বিজ্ঞপ্তি মোতাবেক ফরম্যাটে আবেদনপত্র-সহ অন্য তথ্য নিয়ে যথাস্থানে উপস্থিত হতে হবে।