স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্ন ব্যক্তিরা কেন্দ্রীয় মন্ত্রক অধীনস্থ সংস্থায় চাকরির সুযোগ পেতে পারেন। বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনোলজিক্যাল মিউজ়িয়াম জুনিয়র মেন্টর পদে নিয়োগের শর্তাবলি প্রকাশিত হয়েছে। ওই পদে নিযুক্ত ব্যক্তিদের মিউজ়িয়ামের কলকাতা এবং শিলিগুড়ি শাখায় নিয়োগ করা হবে। শূন্যপদ দু’টি।
ইলেকট্রনিক্স, রোবোটিক্স, মেকাট্রনিক্স, কম্পিউটার এবং লাইফ সায়েন্সেস শাখায় স্নাতকোত্তর যোগ্যতা অর্জন করেছেন এমন ব্যক্তিরা উল্লিখিত পদে কাজের জন্য আবেদন করতে পারবেন। এ ক্ষেত্রে তাঁদের গবেষণার পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে।
আরও পড়ুন:
সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে। প্রার্থীদের স্থানীয় ভাষায় সাবলীল হওয়া আবশ্যক। নির্দিষ্ট সময় চুক্তিতে কাজ চলবে। পারিশ্রমিক হিসাবে প্রতি মাসে ৩৭ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে।
বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনিক্যাল মিউজ়িয়ামের কলকাতা এবং শিলিগুড়ির দফতরে ইন্টারভিউ নেওয়া হবে। প্রার্থীদের সঙ্গে বয়স ও শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র এবং কর্মজীবনের শংসাপত্রের মতো নথি থাকা দরকার। ২৮ অক্টোবর ইন্টারভিউ নেওয়া হবে। এই বিষয়ে আরও তথ্য জানতে বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনোলজিক্যাল মিউজ়িয়ামের ওয়েবসাইটটি (bitm.gov.in) দেখে নিতে পারেন।