বীরভূম জেলায় দ্বাদশ উত্তীর্ণদের নিয়োগ করা হবে। জেলার ব্লক ডেভেলপমেন্ট অফিসের অধীনস্থ একটি স্কুলের ছাত্রাবাসে কর্মী প্রয়োজন। তাঁদের পাঁচশোয়া রবীন্দ্র বিদ্যাপীঠ সংখ্যালঘু বয়েজ হস্টেলের কেয়ারটেকার, রাঁধুনি (কুক), সহায়ক (হেল্পার), নৈশ প্রহরী (নাইট গার্ড) এবং কর্মবন্ধু পদে নিয়োগ হবে। মোট শূন্যপদ পাঁচটি।
উল্লিখিত পদে উচ্চ মাধ্যমিক কিংবা সমতুল পরীক্ষায় উত্তীর্ণদের স্বনির্ভর গোষ্ঠী বা স্বেচ্ছাসেবী সংস্থার সক্রিয় সদস্য হওয়া প্রয়োজন। এ ক্ষেত্রে স্বনির্ভর গোষ্ঠী বা স্বেচ্ছাসেবী সংস্থাকে গ্রেড-এ বা গ্রেড-বি পেতে হবে, তবেই উল্লিখিত পদের জন্য সংস্থার সদস্যদের নিয়োগে অগ্রাধিকার দেওয়া হবে।
আরও পড়ুন:
এ ছাড়াও আগ্রহীদের বাহিরী পাঁচশোয়া গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ গ্রামের বাসিন্দা হওয়া প্রয়োজন। ছাত্রাবাসের ১০০ মিটার লাগোয়া এলাকার বাসিন্দাদের নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে উল্লিখিত কাজের জন্য নিযুক্তদের বেছে নেবে বোলপুর শ্রীনিকেতন ডেভেলপমেন্ট ব্লক। তবে তার আগে আবেদনপত্র জমা দেওয়া আবশ্যক।
আগ্রহীদের ১১ অগস্টের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। ১৩ অগস্ট ইন্টারভিউ নেবে বোলপুর-শ্রীনিকেতন ডেভেলপমেন্ট ব্লক। কত টাকা বেতন দেওয়া হবে, কিংবা কত দিনের চুক্তিতে কাজ চলবে, সেই সমস্ত তথ্যের জন্য বীরভূমের প্রশাসনিক ওয়েবসাইটে (birbhum.gov.in) লক্ষ রাখা প্রয়োজন।