কলকাতা হাই কোর্টে চুক্তির ভিত্তিতে কর্মী নিয়োগ করা হবে। সম্প্রতি কোর্টের ওয়েবসাইটে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সরাসরি জমা দিতে হবে আবেদনপত্র।
অনুবাদক (ট্রান্সলেটর) নিয়োগ করা হবে। চুক্তির ভিত্তিতে স্বল্প সময়ের জন্য রয়েছে কাজের সুযোগ। ইংরেজি থেকে বাংলা ভাষায় অনুবাদ করতে পারেন, এমন চার জনকে নিয়োগ করা হবে। প্রতি মাসে ৫০ হাজার টাকা বেতন দেওয়া হবে। আবেদনের জন্য প্রার্থীকে কোনও স্বীকৃত বোর্ড অথবা কাউন্সিল থেকে দশম এবং দ্বাদশ শ্রেণিতে পাশ করতে হবে, যেখানে বাংলা অন্যতম মাতৃভাষা এবং ইংরেজি অন্যতম বিষয়। এ ছাড়াও এলএলবি ডিগ্রি থাকা চাই। প্রার্থীর বয়স ২৫ থেকে ৬৫ বছরের মধ্যে হতে হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।
আরও পড়ুন:
আবেদন করবেন কী ভাবে?
কলকাতা হাই কোর্টের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। পাশাপাশি, আবেদনমূল্য জমা দেওয়া প্রয়োজন। ৩০ জুন আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে কলকাতা হাই কোর্টের ওয়েবসাইটটি দেখতে পারেন।