গবেষণা সংক্রান্ত প্রকল্পে কাজের সুযোগ দিচ্ছে দুর্গাপুরের ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি (এনআইটি)-তে। সম্প্রতি সেই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে প্রতিষ্ঠানের তরফে। আগ্রহীদের এর জন্য অনলাইনে আবেদন করতে হবে।
পোস্ট-ডক্টরাল ফেলো নিয়োগ করা হবে। প্রতিষ্ঠানের মেটালার্জিক্যাল অ্যান্ড মেটেরিয়ালস ইঞ্জিনিয়ারিং বিভাগের তরফে আয়োজিত প্রকল্পে কাজ করতে হবে। ‘ভারত-অস্ট্রেলিয়া মিনারেলস স্কলার নেটওয়ার্ক (আইএএমএসএন) প্রোগ্রাম’-এর অর্থানুকূল্যে চালিত প্রকল্পে কাজ করতে হবে। আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মেটালার্জিক্যাল / মেটালার্জিক্যাল অ্যান্ড মেটিরিয়ালস / মিনারেল / কেমিক্যাল / মেকানিক্যাল / এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগে পিএইচডি ডিগ্রি থাকতে হবে। প্রার্থীর বয়স ৩৫ বছরের মধ্যে হতে হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখুন।
আরও পড়ুন:
আবেদন করবেন কী ভাবে?
নিয়োগ করা হবে ইন্টারভিউয়ের মাধ্যমে। তার আগে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আবেদনের জন্য এনআইটি দুর্গাপুরের ওয়েবসাইটে যাওয়া প্রয়োজন। ‘হোমপেজ’ থেকে ‘কেরিয়ার’-এ গেলে বিজ্ঞপ্তিটি দেখা যাবে। তাতে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি ই মেল করতে হবে। বিজ্ঞপ্তিটি ১১ জুন প্রকাশিত হয়েছে। ওই তারিখ থেকে আগামী ২১ দিনের মধ্যে আবেদনপত্র মেল করতে হবে।
এই সংক্রান্ত বিষয়ে সবিস্তার তথ্য এবং শর্তাবলি জানতে এনআইটি দুর্গাপুরের ওয়েবসাইটটি দেখতে পারেন।