সেরামিক ইঞ্জিনিয়ারেরা রাষ্ট্রায়ত্ত সংস্থা সেন্ট্রাল গ্লাস অ্যান্ড সেরামিক রিসার্চ ইনস্টিটিউট-এ কাজের সুযোগ পেতে পারেন। সংস্থার ‘রিসার্চ, ডিজ়াইন, ডেভেলপমেন্ট অ্যান্ড ডেমনস্ট্রেশন অফ সলিড অক্সাইড ইলেকট্রোলাইজ়ার অফ ফোরকেডব্লু’ শীর্ষক গবেষণা প্রকল্পে একটি শূন্যপদ রয়েছে।
সেরামিক ইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল টেকনোলজি, এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং, মেটিরিয়ালস সায়েন্স বিষয়ে স্নাতকেরা জুনিয়র রিসার্চ ফেলো হিসাবে আবেদন করতে পারবেন।
আরও পড়ুন:
এ ছাড়াও রসায়ন কিংবা পদার্থবিদ্যায় স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্নেরা উল্লিখিত কাজের জন্য আবেদন করতে পারবেন। এ ক্ষেত্রে তাঁদের ইনঅর্গানিক বা ফিজ়িক্যাল কেমিস্ট্রিতে স্পেশালাইজ়েশন থাকা প্রয়োজন। পাশাপাশি, প্রার্থীদের ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট (নেট) কিংবা গ্র্যাজুয়েশন অ্যাপটিটিউট টেস্ট (গেট) উত্তীর্ণ হতে হবে।
মোট এক বছরের চুক্তিতে নিযুক্তকে কাজ করতে হবে। চুক্তির মেয়াদ ৩১ মার্চ, ২০২৮ পর্যন্ত বৃদ্ধি করা হবে। পারিশ্রমিক হিসাবে ৩৭ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে। এ ক্ষেত্রে নিযুক্তের বয়স ৩০ বছরের মধ্যে হওয়া দরকার।
আগ্রহীরা অনলাইনে আবেদনপত্র পাঠাতে পারবেন। সেন্ট্রাল গ্লাস অ্যান্ড সেরামিক রিসার্চ ইনস্টিটিউট-এর ওয়েবসাইট-এ (cgcri.res.in) দেওয়া ই-মেল আইডিতেই আবেদন গ্রহণ করা হবে। আবেদনের শেষ দিন ২১ সেপ্টেম্বর।