স্নাতকরা চাকরির সুযোগ পাবেন রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানে। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনোলজি (আইআইইএসটি), শিবপুরে প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হবে। শূন্যপদ একটি।
যে কোনও বিষয়ে স্নাতক হয়েছেন, এমন ব্যক্তিকে ওই পদে নিয়োগ করা হবে। আবেদনকারীদের ফিল্ড সার্ভে, ডেটা কালেকশন, ডেটা কম্পাইলেশন, ড্রয়িং অ্যান্ড ড্রাফটিং-এর কাজ জানা দরকার। তাঁদের বয়স ৫৫ বছরের মধ্যে হতে হবে।
আরও পড়ুন:
নিযুক্ত ব্যক্তি ছ’মাসের চুক্তিতে কাজের সুযোগ পাবেন। তাঁকে প্রতি মাসে পারিশ্রমিক হিসাবে ৩০ হাজার টাকা দেওয়া হবে। কর্মস্থল হবে প্রতিষ্ঠানের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগে।
সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করে নেওয়া হবে। ইন্টারভিউয়ের আগে তাঁদের শিক্ষাগত যোগ্যতা, কর্মজীবনের অভিজ্ঞতা সংক্রান্ত জরুরি নথি ই-মেল মারফত জমা দিতে পারেন। এ ছাড়াও ইন্টারভিউয়ের দিনও ওই নথি নিয়ে আসতে পারবেন প্রার্থীরা। ইন্টারভিউ ২৫ সেপ্টেম্বর নেওয়া হবে।