কোচিন শিপইয়ার্ড লিমিটেডে কর্মখালি। ওই সংস্থায় এক্জ়িকিউটিভ ট্রেনি প্রয়োজন। সংশ্লিষ্ট পদে সাত জনকে নিয়োগ করা হবে। অনলাইনে আগ্রহীরা আবেদনের সুযোগ পাবেন। কলকাতা, কোচি এবং কর্নাটকের দফতরে নিযুক্তদের কাজ চলবে।
উল্লিখিত পদে ইনস্টিটিউট অফ কোম্পানি সেক্রেটারিজ় অফ ইন্ডিয়া-র (আইসিএসআই) অ্যাসোসিয়েট মেম্বার, ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এবং নাভাল আর্কিটেকচারে স্নাতকদের উল্লিখিত পদে নিয়োগ করা হবে। এ ক্ষেত্রে আবেদনকারীদের কোনও সরকারি কিংবা সরকার অধীনস্থ বন্দর, ইঞ্জিনিয়ারিং সংস্থায় কাজের পূর্ব অভিজ্ঞতা থাকা প্রয়োজন।
আরও পড়ুন:
নিযুক্তদের বয়স ২৭ বছরের মধ্যে হতে হবে। তাঁদের প্রতি মাসে পারিশ্রমিক হিসাবে ৭৭,২০০ টাকা থেকে ৮৪,৪০০ টাকা বরাদ্দ করা হয়েছে। লিখিত পরীক্ষা, গ্রুপ ডিসকাশন এবং ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করে নেবেন বিশেষজ্ঞেরা। নিযুক্তদের মোট পাঁচ বছরের চুক্তিতে কাজ করতে হবে।
আগ্রহীদের অনলাইনে আবেদনপত্র পাঠাতে হবে। আবেদনমূল্য হিসাবে ৭৫০ টাকা বরাদ্দ করা হয়েছে। আবেদনের শেষ দিন ১৫ অক্টোবর। এই বিষয়ে আরও তথ্যের জন্য সংস্থার ওয়েবসাইটটি (cochinshipyard.in) দেখে নিতে পারেন।