দুর্গাপুর স্টিল প্লান্টে মেডিক্যাল বিভাগে পরামর্শদাতা প্রয়োজন। স্টিল অথরিটি অফ ইন্ডিয়ার অধীন এই সংস্থার মাল্টিস্পেশালিটি হাসপাতালে ওই বিভাগে কর্মী নিয়োগ করা হবে। শূন্যপদ ছ’টি।
জেনারেল ডিউটি মেডিক্যাল অফিসার এবং স্পেশালিস্ট হিসাবে ব্যাচেলর অফ মেডিসিন, ব্যাচেলর অফ সার্জারি (এমবিবিএস) ডিগ্রিপ্রাপ্তরা কাজ করার সুযোগ পাবেন। তবে, স্পেশালিস্ট পদে নিযুক্তদের সার্জারি, গাইনোকোলজি অ্যান্ড অবস্টেট্রিকস, পিডিয়াট্রিক্স এবং পাবলিক হেলথ বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা বা ডিগ্রি থাকা প্রয়োজন।
এ ক্ষেত্রে মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়া, ন্যাশনাল মেডিক্যাল কমিশন বা স্টেট মেডিক্যাল কাউন্সিলের অধীনে নাম নথিভুক্ত থাকা দরকার। প্রার্থীদের বয়স ৬৯ বছরের মধ্যে হতে হবে। মোট এক বছরের চুক্তিতে কাজ করার সুযোগ থাকছে, পরে ওই মেয়াদ আরও এক বছরের জন্য বৃদ্ধি করা হবে।
আরও পড়ুন:
জেনারেল ডিউটি মেডিক্যাল অফিসারকে প্রতি মাসে ৯০ হাজার টাকা এবং স্পেশালিস্টদের প্রতি মাসে ১,২০,০০০ টাকা থেকে ১,৬০,০০০ টাকা পারিশ্রমিক হিসাবে দেওয়া হবে। সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করে নেবে বিশেষজ্ঞ কমিটি। তাই শিক্ষাগত যোগ্যতা, কর্মজীবনের শংসাপত্রের মতো গুরুত্বপূর্ণ নথি ইন্টারভিউয়ের সময় সঙ্গে রাখা দরকার।
১৮ থেকে ২০ সেপ্টেম্বর দুর্গাপুর স্টিল প্লান্টের অফিসে ইন্টারভিউ চলবে। ওই দিন সকাল ১০ টার মধ্যে আগ্রহীদের সমস্ত নথি নিয়ে পৌঁছে যেতে হবে। কতক্ষণ ইন্টারভিউ চলবে, কোন আধিকারিকদের সঙ্গে নিয়োগ সংক্রান্ত বিষয়ে প্রশ্ন করা যাবে— সেই সমস্ত তথ্য স্টিল অথোরিটি অফ ইন্ডিয়ার ওয়েবসাইটে (sailcareers.com) প্রকাশ করা হয়েছে।