স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্ন ব্যক্তিরা কেন্দ্রীয় মন্ত্রক অধীনস্থ সংস্থায় চাকরির সুযোগ পেতে পারেন। বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনোলজিক্যাল মিউজ়িয়াম সায়েন্স কমিউনিকেটর পদে নিয়োগের শর্তাবলি প্রকাশ করেছে। ওই পদে নিযুক্ত ব্যক্তিকে পটনার শ্রীকৃষ্ণ সায়েন্স সেন্টারে নিয়োগ করা হবে। শূন্যপদ দু’টি।
পদার্থবিদ্যা, রসায়ন, বায়োসায়েন্স-এর মতো বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা অর্জন করেছেন, এমন ব্যক্তি উল্লিখিত পদে কাজের জন্য আবেদন করতে পারবেন। এ ক্ষেত্রে তাঁদের ২০২২ কিংবা তার পরবর্তী শিক্ষাবর্ষে সংশ্লিষ্ট ডিগ্রি থাকতে হবে।
আরও পড়ুন:
লিখিত পরীক্ষা এবং কমিউনিকেশন স্কিল টেস্টের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে। তাই, স্থানীয় ভাষায় সাবলীল হওয়া আবশ্যক। নির্দিষ্ট সময়ের চুক্তিতে কাজ চলবে। পারিশ্রমিক হিসাবে প্রতি মাসে ৩৫ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে।
পটনার শ্রীকৃষ্ণ সায়েন্স সেন্টারের ঠিকানায় ডাকযোগে আবেদনপত্র পাঠাতে হবে। তার সঙ্গে বয়স ও শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র এবং কর্মজীবনের শংসাপত্রের মতো নথি পাঠানো প্রয়োজন। আবেদনের শেষ দিন ১৮ সেপ্টেম্বর। এই বিষয়ে আরও তথ্য জানতে বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনোলজিক্যাল মিউজ়িয়ামের ওয়েবসাইটটি (bitm.gov.in) দেখে নিতে পারেন।