সিকিম বিশ্ববিদ্যালয়ে কর্মখালি। বিশ্ববিদ্যালয়ের তরফে ‘অফিসার অন স্পেশ্যাল ডিউটি’ পদে কর্মী নিয়োগ করা হবে। ওই পদে একজন দক্ষ ব্যক্তি প্রয়োজন।
যে কোনও বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্ন ব্যক্তিরা ওই পদে নিয়োগের আবেদন করতে পারবেন। তবে, তাঁদের কোনও সরকারি প্রতিষ্ঠানে রেজিস্ট্রার বা ফিনান্স অফিসার পদে কাজের অভিজ্ঞতা থাকা চাই। ওই পদে অবসর গ্রহণ করেছেন, বিশ্ববিদ্যালয়ের এমন প্রার্থী প্রয়োজন।
আরও পড়ুন:
তবে, যাঁরা আইনে ডিগ্রি অর্জন করেছেন এবং বর্তমানে অবসরপ্রাপ্ত, তাঁরাও আবেদন করতে পারবেন। প্রার্থীদের বয়স ৬৪ বছরের মধ্যে হওয়া প্রয়োজন। সরকারি নিয়মানুসারে তাঁকে প্রতি মাসের পারিশ্রমিক দেওয়া হবে।
মোট এক বছরের চুক্তিতে কাজ চলবে, যার মেয়াদ আরও বৃদ্ধি পেতে পারে। ই-মেল মারফত কিংবা ডাকযোগে ৭ নভেম্বরের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনমূল্য হিসাবে ৫০০ টাকা ধার্য করা হয়েছে।