Advertisement
E-Paper

রাজ্যের রেলওয়ে স্কুলগুলিতে শিক্ষক নিয়োগ, কী ভাবে হবে যোগ্যতা যাচাই?

নির্দিষ্ট সময়ের চুক্তিতে শিক্ষকদের কাজ করতে হবে। পাঠদানের জন্য হিন্দি এবং ইংরেজি ভাষা ব্যবহারে দক্ষতা থাকা প্রয়োজন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ জুন ২০২৫ ১৪:৩৬
Chittaranjan Locomotive Works will be recruiting teachers for the railway school.

চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কসের তরফে রেলওয়ের স্কুলে শিক্ষক নিয়োগ করা হবে। প্রতীকী চিত্র।

রাজ্যের রেলওয়ের স্কুলে শিক্ষক নিয়োগ করা হবে। চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কসের তরফে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পোস্ট গ্র্যাজুয়েট টিচার এবং ফিজ়িক্যাল ইনস্ট্রাক্টর পদে তিনজনকে নিয়োগ করা হবে।

পোস্ট গ্র্যাজুয়েট টিচার হিসাবে রসায়ন বা বায়োকেমিস্ট্রি বিষয়ে বিএড সম্পূর্ণ করেছেন, এমন ব্যক্তিকে নিয়োগ করা হবে। তবে এই পদে স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্ন ব্যক্তিরা আবেদন করতে পারবেন। তাঁদের স্নাতকোত্তর স্তরে ন্যূনতম ৫০ শতাংশ নম্বর থাকা প্রয়োজন। এ ছাড়াও হিন্দি কিংবা ইংরেজি মাধ্যমে পাঠদানের দক্ষতা থাকা আবশ্যক। নিযুক্তদের জন্য প্রতি মাসের বেতন হিসাবে ২৭,৫০০ টাকা বরাদ্দ করা হয়েছে।

ফিজ়িক্যাল ইনস্ট্রাক্টর হিসাবে ব্যাচেলর ইন ফিজ়িক্যাল এডুকেশন (বিপিএড) কিংবা তার সমতুল্য ডিগ্রি অর্জন করেছেন, এমন ব্যক্তিরা আবেদনের সুযোগ পাবেন। এর জন্য তাঁদের হিন্দি কিংবা ইংরেজি মাধ্যমে শারীরশিক্ষা বিষয়ে পাঠদানের দক্ষতা থাকা আবশ্যক। নিযুক্তদের জন্য প্রতি মাসে বেতন হিসাবে ২৬,২৫০ টাকা দেওয়া হবে।

প্রার্থীদের বয়স ১৮ থেকে ৬৫ বছরের মধ্যে হওয়া প্রয়োজন। মোট ২০০ দিনের চুক্তিতে নিযুক্তরা কাজ করতে পারবেন। ২৪ জুন ইন্টারভিউ সরাসরি ইন্টারভিউ নেওয়া হবে। এর জন্য চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কসের জিএম অফিস বিল্ডিংয়ে উপস্থিত থাকা প্রয়োজন। এই বিষয়ে আরও জানতে চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কসের ওয়েবসাইটে (clw.indianrailways.gov.in) গিয়ে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।

Chittaranjan Locomotive Works
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy