সিনিয়র রিসার্চ ফেলো হিসাবে কাজের সুযোগ ইন্ডিয়ান কাউন্সিল ফর এগ্রিকালচারাল রিসার্চ (আইসিএআর) অধীনস্থ সংস্থায়। ইন্ডিয়ান এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউটে ওই কাজের জন্য কর্মী প্রয়োজন। তাঁদের একাধিক গবেষণা প্রকল্পে কাজ করতে হবে। শূন্যপদ তিনটি।
সংশ্লিষ্ট পদে স্নাতকোত্তর যোগ্যতা সম্পন্ন ব্যক্তিকে নিয়োগ করা হবে। তাঁদের অর্থনীতি, এগ্রিকালচারাল ইকনমিক্স, ডেয়ারি ইকনমিক্স, ফিশারিস ইকনমিক্স, এগ্রিকালচারাল স্ট্যাটিস্টিক্স বিষয়ে ওই ডিগ্রি থাকতে হবে। এ ছাড়াও ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট (নেট)-এ প্রার্থীদের উত্তীর্ণ হওয়া প্রয়োজন।
আরও পড়ুন:
কোয়ালিটেটিভ টেকনিক্স, ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যানালিসিস নিয়ে প্রার্থীদের পূর্বে কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক। এর জন্য প্রয়োজনীয় স্ট্যাটিস্টিক্যাল সফটওয়্যারের ব্যবহারও জানতে হবে। উল্লিখিত পদে নিযুক্তরা প্রকল্পের নিরিখে ৩১ ডিসেম্বর, ২০২৫ থেকে ৩১ মার্চ, ২০২৬ পর্যন্ত চুক্তির ভিত্তিতে বহাল থাকবেন। নিযুক্তদের প্রতি মাসে ৩৭ হাজার টাকা পারিশ্রমিক হিসাবে দেওয়া হবে।
সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে উল্লিখিত পদের প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে। এর জন্য ৪ জুলাই সকাল ১০টার মধ্যে প্রার্থীদের ইন্ডিয়ান এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউটে উপস্থিত থাকা প্রয়োজন। সঙ্গে কী কী নথি রাখতে হবে, সেই সমস্ত বিষয়ে জানতে সংস্থার ওয়েবসাইটে (www.iari.res.in) গিয়ে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।