কোচবিহার জেলায় কর্মখালি। রাজ্য স্বাস্থ্য দফতরের ওয়েবসাইটেও এই মর্মে প্রকাশ করা হয়েছে নিয়োগ-বিজ্ঞপ্তি। জানানো হয়েছে, জেলায় জাতীয় আয়ুষ মিশনের অধীনে কর্মী নিয়োগ করা হবে। অস্থায়ী ভাবে চুক্তির ভিত্তিতে বিভিন্ন পদে কাজের সুযোগ রয়েছে। এ জন্য চাকরিপ্রার্থীদের থেকে অনলাইন এবং অফলাইনে আবেদন জানাতে হবে। প্রার্থীরা আবেদন জানাতে পারবেন আগামী ৬ জানুয়ারি থেকে।
জেলায় আয়ুষ চিকিৎসক (হোমিয়োপ্যাথি), মাল্টিপারপাস ওয়ার্কার, এবং আয়ুষ চিকিৎসক (আয়ুর্বেদ) পদে নিয়োগ হবে। মোট শূন্যপদ চারটি। নিযুক্তদের কোচবিহারের বিভিন্ন অঞ্চলে পোস্টিং দেওয়া হবে। মাল্টিপারপাস ওয়ার্কার পদে আবেদন জানাতে বয়স হতে হবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে। অন্য দিকে, আয়ুষ চিকিৎসক পদে আবেদনের জন্য বয়স ২১ থেকে ৫০ বছরের মধ্যে হতে হবে। মাল্টিপারপাস ওয়ার্কার পদে নিযুক্তদের মাসে ১৫,০০০ টাকা দেওয়া হবে। আয়ুষ চিকিৎসক পদে নিযুক্তদের বেতন মাসে ৪০,০০০ টাকা।
আরও পড়ুন:
বিভিন্ন পদে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা এবং পেশাগত অভিজ্ঞতার পৃথক মাপকাঠি রয়েছে, যা মূল বিজ্ঞপ্তিতে বিস্তারিত জানানো হয়েছে।
আগ্রহীদের রাজ্য স্বাস্থ্য দফতরের ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। সংরক্ষিতদের ৫০ টাকা এবং অসংরক্ষিতদের ১০০ টাকা আবেদনমূল্যও জমা দিতে হবে। আগামী ২০ জানুয়ারি অনলাইনে আবেদনের শেষ দিন। এর পর বিজ্ঞপ্তিতে উল্লিখিত ঠিকানায় আবেদনপত্র-সহ বাকি নথি ২১ জানুয়ারির মধ্যে পাঠাতে হবে।