আলিপুরদুয়ারের প্রশাসনিক বিভাগে কর্মী নিয়োগ করা হবে। এই মর্মে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে জেলার প্রশাসনিক ওয়েবসাইটে। সরাসরি জমা দিতে হবে আবেদনপত্র।
কমিনিটি অডিটর পদে নিয়োগ করা হবে। ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিটের তরফে এই নিয়োগ। শূন্যপদ ১৬টি। চুক্তির ভিত্তিতে শুধুমাত্র মহিলাদের নিয়োগ করা হবে। আবেদনের জন্য ২৫ থেকে ৪০ বছর বয়সের মধ্যে হওয়া প্রয়োজন। পাশাপাশি, স্নাতক যোগ্যতা থাকা চাই। অর্থনীতিতে স্নাতক যোগ্যতা থাকলে ভাল। এ ছাড়াও, কম্পিউটারের ‘এক্সেল’, ‘ওয়ার্ড’-সহ ‘মাইক্রোসফট অফিস’-এর কাজ জানতে হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।
আরও পড়ুন:
আবেদন করবেন কী ভাবে?
প্রথমে আলিপুরদুয়ার জেলার প্রশাসনিক ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে ‘রিক্রুটমেন্ট’-এ গেলে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে। বিজ্ঞপ্তি থেকে আবেদনপত্র ডাউনলোড করা যাবে। আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি বিজ্ঞপ্তিতে দেওয়া ঠিকানায় জমা দিতে হবে। ১৬ ফেব্রুয়ারির মধ্যে আবেদনপত্র জমা দেওয়া দরকার। এই বিষয়ে বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যেতে পারে।