টেকনিশয়ান প্রয়োজন ইলেক্ট্রনিক্স কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড (ইসিআইএল)-য়। এই মর্মে কেন্দ্রের পারমাণবিক শক্তি দফতরের অধীনস্থ সংস্থার তরফে একটি নিয়োগ-বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। জানানো হয়েছে, দেশের বিভিন্ন অঞ্চলে পোস্টিং হবে নিযুক্তদের। আগ্রহীরা এ জন্য অনলাইনে আবেদন করতে পারবেন। যা ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে।
সংস্থায় নিয়োগ হবে ইলেক্ট্রনিক্স মেকানিক, ফিটার, মেশিনিস্ট, ইলেক্ট্রিশিয়ান, টার্নার, শিট মেটাল টেকনিশিয়ান, ওয়েল্ডার, কার্পেন্টার এবং পেন্টার পদে। মোট শূন্যপদের সংখ্যা ৪৫।
গ্রেড ২-এর এই পদগুলিতে আবেদনকারীদের বয়স ২৭ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিতদের জন্য বয়সের ছাড় থাকবে। নিযুক্তদের পারশ্রমিক হবে মাসে ২০,৪৮০ টাকা। এ ছাড়াও মিলবে অন্য সুযোগ সুবিধা।
আরও পড়ুন:
সমস্ত পদে আবেদনের জন্য প্রার্থীদের মাধ্যমিক উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি, আইটিআই উত্তীর্ণ হওয়ার শংসাপত্র এবং ন্যাশনাল অ্যাপ্রেন্টিস সার্টিফিকেট বা এক বছর কাজের অভিজ্ঞতাও থাকতে হবে। এ ছাড়াও রয়েছে যোগ্যতার অন্য মাপকাঠি।
পদগুলিতে কম্পিউটার নির্ভর পরীক্ষা এবং ট্রেড টেস্টের মাধ্যমে যোগ্যতা যাচাই করে সংস্থায় কর্মী নিয়োগ করা হবে। তার আগে প্রার্থীদের সংস্থার ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র-সহ অন্য নথি জমা দিতে হবে। সংরক্ষিতরা বাদে বাকিদের জন্য আবেদনমূল্যের পরিমাণ ৭৫০ টাকা। আগামী ৫ জুন আবেদনের শেষ দিন। এই বিষয়ে বাকি তথ্য জানতে সংস্থার ওয়েবসাইট দেখে নিতে হবে।