ইয়ং প্রফেশনাল হিসাবে কাজের সুযোগ পেতে পারেন স্নাতকেরাও। কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের অধীনস্থ ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজ়িয়ামস-এ ওই কাজের জন্য কর্মী নিয়োগ করা হবে। একই সঙ্গে ওই মিউজ়িয়ামে ই-প্রোকিয়োরমেন্ট স্পেশ্যালিস্ট পদেও কর্মী প্রয়োজন। যদিও উল্লিখিত পদে শূন্যপদ ক’টি, সেই সম্পর্কে কোনও তথ্য জানানো হয়নি।
মাস্টার অফ বিজ়নেস অ্যাডমিনিস্ট্রেশন (এমবিএ) সম্পূর্ণ করেছেন, এমন ব্যক্তিদের ইয়ং প্রফেশনাল পদে নিয়োগ করা হবে। এ ক্ষেত্রে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টরাও (সিএ) আবেদনের সুযোগ পাবেন। তাঁদের ট্যালি সফট্ওয়্যার, ডেটা অ্যানালিটিক্স নিয়ে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীদের বয়স ৩৫ বছরের মধ্যে হওয়া প্রয়োজন।
আরও পড়ুন:
ই-প্রোকিয়োরমেন্ট স্পেশ্যালিস্ট পদে মেটিরিয়ালস, রিটেল, লজিস্টিক্স ম্যানেজমেন্ট বিষয়ে ডিপ্লোমা অর্জন করেছেন, এমন ব্যক্তিদের নিয়োগ করা হবে। তাঁদের স্টোর ম্যানেজমেন্টের সফট্অয়্যার নিয়ে কাজের দক্ষতা থাকা দরকার। তবে, কাজের অভিজ্ঞতা থাকলে, যে কোনও বিষয়ে স্নাতকেরাও আবেদনের সুযোগ পাবেন। এ ক্ষেত্রে প্রার্থীদের বয়স ৫৫ বছরের মধ্যে হতে হবে।
আগ্রহীদের মিউজ়িয়ামের ওয়েবসাইট থেকে ফর্ম পূরণ করে আবেদনপত্র জমা দিতে হবে। ডাকযোগে বা ই-মেল মারফত আবেদন জমা দেওয়ার শেষ দিন ৯ অক্টোবর।